টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে নতুন করে একই পরিবারের চারজন সহ মোট পাঁচজন আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রন্তের সংখ্যা দাড়ালো ১৮।
টাঙ্গাইল সিভিল সার্জন বিষয়টি নিশ্চিত করেছেন। নতুন করে আক্রান্তের পাঁচজনের মধ্যে চার জন সখিপুর উপজেলার একই পরিবারের সদস্য আর একজন গোপালপুর উপজেলার।
গোপালপুরে আক্রান্ত যুবক (৩০) ঢাকায় একটি গার্মেন্টেস এ চাকরি করতেন বলে জানিয়েছেন গোপালপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ আলিম আল রাজী। আর সখিপুরে আক্রান্ত চারজন একই পরিবারের সদস্য।
ইতোপূর্বে পরিবার প্রধান আক্রান্ত হয়েছেন। তিনিও ঢাকায় কাঁচা মালের ব্যবসা করতেন। বিষয়টি নিশ্চিত করেরছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুস সোবহান।
এ বিষয়ে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামন বলেন, গতকাল বৃহস্পতিবার টাঙ্গাইল থেকে ১১৩ জনের নমুনা পাঠানো হয়েছিল। তার মধ্যে ৫টি পজেটিভ এসেছে। জেলায় মোট আক্রান্তে সংখ্যা দাঁড়ালো ১৮ জন।