মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় পুলিশ পরিচয়ে টহলরত সন্দেহভাজন দুই যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
বুধবার (২২ এপ্রিল) সকালে বিন্দুসার কোল্ড স্টোরের সামনে এই ঘটনা ঘটে৷ পরে দুপুরে আটককৃত ওই দুই ব্যক্তিকে মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করে পুলিশ।
আটককৃতরা হলেন- সদর উপজেলার দয়ালবাজার গ্রামের প্রয়াত সিরাজ মিয়ার ছেলে শান্ত মিয়া (২০) ও একই উপজেলার দশকানি গ্রামের মোহন মিয়ার ছেলে সোহান মিয়া (২৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে পুলিশ পরিচয়ে লাঠি হাতে ওই দুই ব্যক্তি উপজেলার আবদুল্লাহপুর গ্রামের বিন্দুসার এলাকায় রাস্তায় চলাচলকারী লোকজনকে করোনার ভয় দেখিয়ে বাড়ি যাওয়ার জন্য শাসন করছিলেন।
মাঝে মাঝে লাঠি দিয়ে মারতেও উদ্যত হচ্ছিলেন। পরে এলাকাবাসী তাদের পরিচয় জিজ্ঞাসা করলে তারা কখনও পুলিশ কখনও স্বেচ্ছাসেবক বলে জানান এবং ওই এলাকার লোকজনের সঙ্গে বাগবিতণ্ডায় লিপ্ত হয়। এ সময় এলাকাবাসী তাদের আটক করে গণপিটুনি দিয়ে পুলিশ খবর দেন।
এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন জানান, আটক দুজন কখনও পুলিশ কখনও স্বেচ্ছাসেবক বেশে এলাকার লোকজনকে লাঠি হাতে ঘরে থাকার জন্য শাসন করছিলেন। এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে তাদের আটক করে পুলিশ খবর দিলে দুইজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।