ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ময়মনসিংহে করোনায় এক দিনে ২ জনের মৃত্যু

প্রতীকী ছবি

ময়মনসিংহ প্রতিনিধিঃ  ময়মনসিংহে এক দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন ত্রিশাল উপজেলায় নিজ বাড়িতে এবং অপরজন ময়মনসিংহ শহরের সূর্য্য কান্ত।

(এসকে) হাসপাতালের আইসোলেশন ইউনিটে জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে চিকিৎসা নিতে আসা আক্রান্ত ব্যক্তি সোমবার রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ময়মনসিংহের সিভিল সার্জন এ বি এম মশিউল আলম এ সত্যতা নিশ্চিত করে বলেন, ময়মনসিংহের ত্রিশালে করোনা আক্রান্ত হয়ে মেহেদী হাসান রনি (১৬) নামের এক কিশোর সোমবার (১৯ এপ্রিল) দুপুরে নিজের বাড়িতে জ্বর,শ্বাসকষ্টে মারা যান।

পরে স্বাস্থ্য বিভাগ তাঁর নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠালে পরীক্ষা শেষে করোনাভাইরাসে আক্রান্তে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়। ওই কিশোর গাজীপুরের জৈনা বাজার এলাকায় ব্যবসা করতেন। সেখান থেকে এক সপ্তাহ আগে নিজের বাড়িতে আসেন।

এ ছাড়াও করোনাভাইরাসে আক্রান্ত ৪০ বছর বয়সী জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে চিকিৎসা নিতে আসা দুলাল মিয়া নামে এক ব্যক্তির সোমবার রাত ১১টার দিকে এসকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে এসকে হাসপাতালের ইনচার্জ ডা. প্রজ্ঞা নন্দ এ বিষয়টি নিশ্চিত করে জানান, ‘গত ১৬ এপ্রিল জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে চিকিৎসা নিতে আসা দুলাল মিয়া শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন।

তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। পরে তার মৃত্যু হয়। তিনি করোনা আক্রান্ত ছিলেন। রাতেই মৃতদেহ গ্রামের বাড়িতে নিয়ে গেছেন পরিবারের সদস্যরা। সেখানেই স্বাস্থ্যবিধি মেনে লাশ দাফন করা হবে।’

এদিকে, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ পিসিআর ল্যাবে ময়মনসিংহ বিভাগের চার জেলায় ১৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন ১৬ জনের পজিটিভ হয়।

তাদের মধ্যে ময়মনসিংহের গফরগাঁওয়ের ২ জন, ত্রিশালের ১ জন (মৃত), শেরপুর সদরের ৩ জন, ঝিনাইগাতির ৩ জন, নকলার ১ জন, নেত্রকোনার আটপাড়ার ২ জন, কলমাকান্দার ১ জন,কেন্দুয়ার ১ জন, মদনের ১ জন এবং জামালপুরের মাদারগঞ্জের ১ জন রয়েছেন।

আর ময়মনসিংহ বিভাগে এ পর্যন্ত মোট ১৭৯৮ জনের নমুনা পরীক্ষায় ১২১ জনের করোনা সনাক্ত হয়েছে। তার মধ্যে ময়মনসিংহে ৪২ জন, নেত্রকোনায়-৩০ জন ,শেরপুরে-২৪ জন(২ জন সুস্থ) ও জামালপুরে ২৬ জন আক্রান্ত হয়েছেন

ট্যাগস
সর্বাধিক পঠিত

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

ময়মনসিংহে করোনায় এক দিনে ২ জনের মৃত্যু

আপডেট সময় ০৪:৩০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০

ময়মনসিংহ প্রতিনিধিঃ  ময়মনসিংহে এক দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন ত্রিশাল উপজেলায় নিজ বাড়িতে এবং অপরজন ময়মনসিংহ শহরের সূর্য্য কান্ত।

(এসকে) হাসপাতালের আইসোলেশন ইউনিটে জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে চিকিৎসা নিতে আসা আক্রান্ত ব্যক্তি সোমবার রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ময়মনসিংহের সিভিল সার্জন এ বি এম মশিউল আলম এ সত্যতা নিশ্চিত করে বলেন, ময়মনসিংহের ত্রিশালে করোনা আক্রান্ত হয়ে মেহেদী হাসান রনি (১৬) নামের এক কিশোর সোমবার (১৯ এপ্রিল) দুপুরে নিজের বাড়িতে জ্বর,শ্বাসকষ্টে মারা যান।

পরে স্বাস্থ্য বিভাগ তাঁর নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠালে পরীক্ষা শেষে করোনাভাইরাসে আক্রান্তে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়। ওই কিশোর গাজীপুরের জৈনা বাজার এলাকায় ব্যবসা করতেন। সেখান থেকে এক সপ্তাহ আগে নিজের বাড়িতে আসেন।

এ ছাড়াও করোনাভাইরাসে আক্রান্ত ৪০ বছর বয়সী জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে চিকিৎসা নিতে আসা দুলাল মিয়া নামে এক ব্যক্তির সোমবার রাত ১১টার দিকে এসকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে এসকে হাসপাতালের ইনচার্জ ডা. প্রজ্ঞা নন্দ এ বিষয়টি নিশ্চিত করে জানান, ‘গত ১৬ এপ্রিল জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে চিকিৎসা নিতে আসা দুলাল মিয়া শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন।

তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। পরে তার মৃত্যু হয়। তিনি করোনা আক্রান্ত ছিলেন। রাতেই মৃতদেহ গ্রামের বাড়িতে নিয়ে গেছেন পরিবারের সদস্যরা। সেখানেই স্বাস্থ্যবিধি মেনে লাশ দাফন করা হবে।’

এদিকে, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ পিসিআর ল্যাবে ময়মনসিংহ বিভাগের চার জেলায় ১৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন ১৬ জনের পজিটিভ হয়।

তাদের মধ্যে ময়মনসিংহের গফরগাঁওয়ের ২ জন, ত্রিশালের ১ জন (মৃত), শেরপুর সদরের ৩ জন, ঝিনাইগাতির ৩ জন, নকলার ১ জন, নেত্রকোনার আটপাড়ার ২ জন, কলমাকান্দার ১ জন,কেন্দুয়ার ১ জন, মদনের ১ জন এবং জামালপুরের মাদারগঞ্জের ১ জন রয়েছেন।

আর ময়মনসিংহ বিভাগে এ পর্যন্ত মোট ১৭৯৮ জনের নমুনা পরীক্ষায় ১২১ জনের করোনা সনাক্ত হয়েছে। তার মধ্যে ময়মনসিংহে ৪২ জন, নেত্রকোনায়-৩০ জন ,শেরপুরে-২৪ জন(২ জন সুস্থ) ও জামালপুরে ২৬ জন আক্রান্ত হয়েছেন