স্টাফ রিপোর্টারঃ এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রথম আলোর এক সাংবাদিক। গত কয়েকদিন ওই সাংবাদিক হোম কোয়ারেন্টাইনে থাকলেও সোমবার (২০ এপ্রিল) দুপুরের পর বেসরকারি একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।
সংবাদমাধ্যমটির এক কর্মী বলেন, সোমবার ওই সহকর্মীর অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে নেওয়া হয়। এরপরই তার শরীরে করোনা পজেটিভ নিশ্চিত হওয়া যায়।
সংবাদমাধ্যমটির জ্যেষ্ঠ প্রতিবেদক তানভীর জানান, এ কারণে আজ থেকে আমাদের সব সংবাদকর্মীসহ অন্য বিভাগের কর্মীরা বাসায় থেকে শতভাগ কাজ করবেন। সেভাবে আমাদের প্রস্তুতিও চলছে। পত্রিকাও প্রকাশ করা হবে।
এদিকে সংবাদপত্রটির কর্তৃপক্ষ জানিয়েছে, করোনা সংক্রমণের পর থেকেই পত্রিকা অফিসটি পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।