আন্তর্জাতিক ডেস্কঃ ইরানে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৯৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে নতুন আরও দেড় হাজারেরও বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপুরের দেওয়া এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।
ইরানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯৮ মৃত্যুসহ মৃতের সংখ্যা মোট ৪ হাজার ৬৮৩।দেশটিতে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা মোট ৭৪ হাজার ৮৭৭, যা মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সর্বাধিক।