টাঙ্গাইল প্রতিনিধিঃ এদের মধ্যে ভূঞাপুরে ৩ জন, মধুপুরে ১ জন ও নাগরপুরে ১ জন। এপর্যন্ত টাঙ্গাইলে করোনা আক্রান্ত হলো মোট ৭জনের। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. ওয়াহিদুজ্জামান জানান, টাঙ্গাইল জেলায় করোনা ভাইরাসে আরো ৫জন আক্রান্ত হয়েছে।
আক্রান্তরা হলেন, ভূঞাপুর উপজেলার শাফলকুড়া গ্রামের হেলাল, জিগাতলা গ্রামের রফিকুল ও রাউৎবাড়ি সোহাগ, মধুপুর উপজেলার গোপদিয়া গ্রামের নাসির উদ্দিন এবং নাগরপুর উপজেলার খাগুরিয়া গ্রামের লিটন মিয়া।
এরা সবাই ঢাকা ও নারায়নগঞ্জ থেকে এসেছে। এর আগে টাঙ্গাইলের মির্জাপুর ও ঘাটাইলে দুইজন আক্রান্ত হয়েছিল। এ নিয়ে জেলায় মোট ৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হলো।
তবে এখন পর্যন্ত টাঙ্গাইলে কেউ মারা যায়নি। আক্রান্ত ৫ জনের মধ্যে ৩ জনকে ময়মনসিংহ পাঠানো হয়েছে। আর বাকি দুইজনকে কোথায় রাখা হবে এ বিষয়ে এখন পর্যন্ত সিদ্ধান্ত নেয়া হয় নাই। তারা সকলেই মোটামুটি সুস্থ্য আছে।
রোববার দুপুরে এই ৫ জনসহ মোট ৭০ জনের নমুনা জেলার বিভিন্ন উপজেলা থেকে সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছিলো।