জামালপুর প্রতিনিধিঃ : ক্রিকেট খেলায় বাজি ধরাকে কেন্দ্র করে স্ট্যাম্পের আঘাতে হাসান (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।হাসান শহরের পাথালিয়া এলাকার আনিস মিয়ার ছেলে। তিনি পেশায় একজন বৈদুত্যিক কর্মচারী।
শনিবার (২১ মার্চ) দুপুরে জামালপুর পৌর শহরের পাথালিয়া গুয়াবড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, গুয়াবাড়ি এলাকায় সন্ধি ক্লাবের পেছনে একটি মাঠে ক্রিকেট খেলা চলছিল। এ সময় ওই এলাকার আনিস মিয়ার ছেলে ইলেকট্রিক মিস্ত্রি হাসান ও মুক্তি মিয়ার ছেলে হৃদয় (১৮) খেলায় বাজি ধরে।
বাজিতে হৃদয় হেরে গেলে হাসানের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে হৃদয় খেলায় ব্যবহৃত ট্যাম্প দিয়ে হাসানের মাথায় আঘাত করলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। দ্রুত তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সৌমিত্র কুমার বণিত তাকে মৃত ঘোষণা করেন।
জামালপুর সদর থানার (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেমুজ্জামান বাংলানিউজকে জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।