নওগাঁর পত্নীতলায় বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীর উদ্যোগে পত্নীতলা ও ধামইরহাট উপজেলার কর্মরত সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০ টায় নজিপুর সরদার পাড়া বিএনপির কার্যালয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও সুন্দর পরিবেশে করার জন্য এ মতবিনিময় সভা করেন।
প্রধান অতিথির বক্তব্য রাখেন,নওগাঁ-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মো.সামসুজ্জোহা খান জোহা।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধরণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক।
উক্ত সাংবাদিক মতবিনিময় অনুষ্ঠানে শামসুজ্জোহা খান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
তিনি বলেন, আমি তিন তিনবারের নির্বাচিত এমপি ছিলাম প্রথম দিন থেকে জনগণের কাছে দায়বদ্ধ ছিলাম তা এখনও অব্যাহত আছে, আমি জনগণের সেবায় নিয়োজিত আছি, ছিলাম ও থাকবো।
তিনি আরো বলেন, বিগত দিনে আমার অনেক ভুল ত্রুটি থাকতে পারে তা ক্ষমা সুন্দর চোখে দেখবেন আপনারা সবাই আমাকে পরামর্শ দিবেন,সহযোগিতা করবেন যাতে করে আমি সামনের দিকে সকলের জন্য ভালো কিছু করতে পারি, আপনাদের বিপদ-আপদে সদা জাগ্রত থেকে নিজেকে বিলিয়ে দিব।
এ সময় উপস্থিত ছিলেন পত্নীতলা মডেল প্রেসক্লাবের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট সিনিয়র সাংবাদিক আতাউর রহমান, হাসান শাহারিয়ার পল্লব, সেক্রেটারি সাংবাদিক আবু সাঈদ সহ ধামুরহাট প্রেসক্লাব, মডেল প্রেসক্লাব এর সাংবাদিকবৃন্দ।
আরো ও উপস্থিত ছিলেন নজিপুর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক হোসেন,সহ-সভাপতি টিপু সুলতান,সদস্য মামুনুর রশীদ প্রমুখ।

হাসান শাহরিয়ার পল্লব: 




















