দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় কাঁকড়া নদী থেকে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার ৯ নম্বর ভিয়াইল ইউনিয়নের লক্ষ্মীতলা ব্রিজ সংলগ্ন বানিয়া খাড়ি এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
লাশ দুটির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। পুলিশ জানিয়েছে, তাদের আনুমানিক বয়স প্রায় ৩০ বছর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নদীতে দুই যুবকের লাশ ভাসতে দেখে পুলিশকে জানান স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি নদী থেকে উদ্ধার করে।
চিরিরবন্দর থানার ওসি মাহামুদুন নবী বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার করা লাশ দুটির সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পাশাপাশি নিহতদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।
দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হালিম জানান, দুটি লাশ উদ্ধার করা হয়েছে। তবে তাদের পরিচয় এখনও পাওয়া যায়নি। চিরিরবন্দর থানাসহ আশপাশের থানাগুলোতে বিষয়টি জানানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণসহ পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে।

স্টাফ রিপোর্টার: 




















