ঢাকা ০৬:১২ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির থেকে জামায়াত-এনসিপি জোট অনেক এগিয়ে: নাহিদ ইসলাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে বিএনপির নেতৃত্বাধীন জোটের তুলনায় জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জোট অনেকখানি এগিয়ে রয়েছে বলে দাবি করেছেন এনসিপির আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এ দাবি করেন।

নাহিদ ইসলাম বলেন, নির্বাচন সামনে রেখে এখনো সমতাভিত্তিক প্রতিযোগিতার পরিবেশ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত হয়নি— এ বিষয়ে ইইউ প্রতিনিধিদের অবহিত করা হয়েছে। তিনি অভিযোগ করেন, একটি বিশেষ দলকে সুবিধা দিতে বিভিন্নভাবে ইঙ্গিতমূলক কর্মকাণ্ড চালানো হচ্ছে।

তিনি আরও বলেন, ঋণখেলাপি থাকা সত্ত্বেও অনেক প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে এবং বিভিন্ন পর্যায়ে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটছে। এসব বিষয়ে নির্বাচন কমিশন কঠোর ব্যবস্থা নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নাহিদ ইসলাম ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার বিচার না হওয়ায় সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান। তিনি বলেন, বিচারহীনতার কারণে একটি নিরাপত্তাহীন পরিবেশ তৈরি হয়েছে।

তবে এসব প্রতিকূলতার মধ্যেও মাঠে থেকে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, সার্বিক প্রস্তুতির দিক থেকে বিএনপির জোটের তুলনায় জামায়াত ও এনসিপির জোট অনেকটাই এগিয়ে রয়েছে।

ট্যাগস

বিএনপির থেকে জামায়াত-এনসিপি জোট অনেক এগিয়ে: নাহিদ ইসলাম

আপডেট সময় ০৪:৩৩:০৯ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে বিএনপির নেতৃত্বাধীন জোটের তুলনায় জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জোট অনেকখানি এগিয়ে রয়েছে বলে দাবি করেছেন এনসিপির আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এ দাবি করেন।

নাহিদ ইসলাম বলেন, নির্বাচন সামনে রেখে এখনো সমতাভিত্তিক প্রতিযোগিতার পরিবেশ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত হয়নি— এ বিষয়ে ইইউ প্রতিনিধিদের অবহিত করা হয়েছে। তিনি অভিযোগ করেন, একটি বিশেষ দলকে সুবিধা দিতে বিভিন্নভাবে ইঙ্গিতমূলক কর্মকাণ্ড চালানো হচ্ছে।

তিনি আরও বলেন, ঋণখেলাপি থাকা সত্ত্বেও অনেক প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে এবং বিভিন্ন পর্যায়ে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটছে। এসব বিষয়ে নির্বাচন কমিশন কঠোর ব্যবস্থা নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নাহিদ ইসলাম ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার বিচার না হওয়ায় সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান। তিনি বলেন, বিচারহীনতার কারণে একটি নিরাপত্তাহীন পরিবেশ তৈরি হয়েছে।

তবে এসব প্রতিকূলতার মধ্যেও মাঠে থেকে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, সার্বিক প্রস্তুতির দিক থেকে বিএনপির জোটের তুলনায় জামায়াত ও এনসিপির জোট অনেকটাই এগিয়ে রয়েছে।


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5481