সার্ক মানবাধিকার ফাউন্ডেশন জয়পুরহাট জেলা শাখার সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) বিকেলে জয়পুরহাট শহরের আমতলী এলাকায় পরিচালিত আমেরিকা বাংলাদেশ নার্সিং ইনস্টিটিউটে এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন জয়পুরহাট জেলা শাখার সভাপতি মো: নূর-ই-আলম হোসেন।
কমিটির সহ- সভাপতি প্রকৌশলী আব্দুল বাতেনের সঞ্চালনায় সভায় সংগঠনের লক্ষ ও উদ্দেশ্য নিয়ে বিশদ আলোচনা সাধারণ সম্পাদক নূরুল হোসেন রঞ্জু।
এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি সাংবাদিক শাহিদুল ইসলাম সবুজ, সহ সভাপতি মোছা: সেলিনা আক্তার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান ও আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আরাফাত হোসেন মুন।
এদিকে সভায় ঢাকা থেকে ভার্চুয়ালী বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব আবেদ আলী।
সভায় জয়পুরহাট জেলা শাখার সভাপতি মো: নূর-ই-আলম হোসেন বলেন-মানুষের অধিকার নিয়ে কাজ করা এই স্বেচ্ছাসেবী সংগঠনটি ইতোমধ্যেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষের নজর কেড়েছে। আশা করছি- আগামী দিনেও আমাদের কর্মকান্ডে সমাজ বাহবা দিবে।

স্টাফ রিপোর্টার জয়পুরহাট: 




















