ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মেট্রোরেলে দুর্ঘটনায় নিহতের পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় নিহতের পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না- এ মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে মেট্রোরেল প্রকল্পে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন আদালত। ওই কমিটিকে ৩০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও অ্যাডভোকেট তানভীর আহমেদ।

সম্প্রতি মেট্রোরেল ও বিভিন্ন ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের গুণগত মান নিয়ে প্রশ্ন ওঠে। এ নিয়ে হাইকোর্টে দুটি পৃথক রিট দায়ের করা হয়। এর একটি রিটে বিয়ারিং প্যাডের মান যাচাইয়ে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়, আরেকটি রিটে ফার্মগেটে দুর্ঘটনায় নিহত আবুল কালামের পরিবারের জন্য দুই কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়।

রিট আবেদনে বলা হয়, জনসাধারণের ব্যবহারের এমন গুরুত্বপূর্ণ অবকাঠামোয় নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি মারাত্মক অবহেলার শামিল।

প্রসঙ্গত, গত ২৬ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেট এলাকায় মেট্রোরেলের ভায়াডাক্ট থেকে একটি বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে যায়। এতে আবুল কালাম (৩২) নামে এক যুবক ঘটনাস্থলেই মারা যান। তিনি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশরপাটি গ্রামের বাসিন্দা ছিলেন।

হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী, কমিটি মেট্রোরেল ও সব ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের গুণগত মান, রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করে আগামী ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করবে। এছাড়া আদালত সরকারের সংশ্লিষ্ট দপ্তর, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়কে রুলের জবাব দিতে বলেছেন।

ট্যাগস

মেট্রোরেলে দুর্ঘটনায় নিহতের পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

আপডেট সময় ০২:১০:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় নিহতের পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না- এ মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে মেট্রোরেল প্রকল্পে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন আদালত। ওই কমিটিকে ৩০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও অ্যাডভোকেট তানভীর আহমেদ।

সম্প্রতি মেট্রোরেল ও বিভিন্ন ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের গুণগত মান নিয়ে প্রশ্ন ওঠে। এ নিয়ে হাইকোর্টে দুটি পৃথক রিট দায়ের করা হয়। এর একটি রিটে বিয়ারিং প্যাডের মান যাচাইয়ে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়, আরেকটি রিটে ফার্মগেটে দুর্ঘটনায় নিহত আবুল কালামের পরিবারের জন্য দুই কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়।

রিট আবেদনে বলা হয়, জনসাধারণের ব্যবহারের এমন গুরুত্বপূর্ণ অবকাঠামোয় নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি মারাত্মক অবহেলার শামিল।

প্রসঙ্গত, গত ২৬ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেট এলাকায় মেট্রোরেলের ভায়াডাক্ট থেকে একটি বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে যায়। এতে আবুল কালাম (৩২) নামে এক যুবক ঘটনাস্থলেই মারা যান। তিনি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশরপাটি গ্রামের বাসিন্দা ছিলেন।

হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী, কমিটি মেট্রোরেল ও সব ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের গুণগত মান, রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করে আগামী ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করবে। এছাড়া আদালত সরকারের সংশ্লিষ্ট দপ্তর, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়কে রুলের জবাব দিতে বলেছেন।


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471