আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে বাংলাদেশ থেকে ভারতে শুরু হয়েছে ইলিশ রপ্তানি।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) গভীর রাতে বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রথম চালানে ৩৭ টন ৪৬০ কেজি ইলিশ গেছে পশ্চিমবঙ্গে। এতে অংশ নেয় ৬টি রপ্তানিকারক প্রতিষ্ঠান।
সরকার এ বছর মোট ১২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে ৩৭ জন ব্যবসায়ীকে। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ধরা হয়েছে ১২ ডলার ৫০ সেন্ট, যা বাংলাদেশি টাকায় প্রায় ১ হাজার ৫২৫ টাকা। আগামী ৫ অক্টোবরের মধ্যে পুরো রপ্তানি শেষ করার নির্দেশ দিয়েছে মৎস্য অধিদপ্তর।
গত বছর রপ্তানির অনুমতি ছিল ২ হাজার ৪২০ টন, তবে রপ্তানি হয়েছিল মাত্র ৫৩২ টন। এবার পরিমাণ কম হলেও বাজারে এর প্রভাব পড়ছে বলে জানিয়েছেন সাধারণ ক্রেতারা।
বেনাপোল বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম চালানের ট্রাকগুলো রাত ১টার দিকে ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করে। কাগজপত্র পরীক্ষা ও ছাড়করণ দ্রুত সম্পন্ন হলেও ভারতীয় অংশে কিছুটা দেরি হওয়ায় প্রক্রিয়া শেষ হতে রাত গড়িয়ে যায়।
বেনাপোল মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ কেন্দ্রের ফিশারিজ কোয়ারেন্টাইন অফিসার সজীব সাহা জানান, মান পরীক্ষা শেষে প্রথম চালানের অনুমতি দেওয়া হয়েছে।
ক্রেতাদের অভিযোগ, রপ্তানির কারণে বাজারে ইলিশের দাম আরও বেড়ে গেছে। আর ব্যবসায়ীদের আশা, উৎসবকে ঘিরে এই রপ্তানি বাংলাদেশ-ভারত বাণিজ্য সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে।