ঢাকা ০৬:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

চীনের সামরিক কুচকাওয়াজে পুতিনের সাথে যোগ দেবেন কিমও

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী সপ্তাহে দেশটির বিজয় দিবসের সামরিক কুচকাওয়াজে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাশাপাশি যোগ দেবেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনও। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।

আগামী ৩ সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি এবং জাপানের আনুষ্ঠানিক আত্মসমর্পণের ৮০তম বার্ষিকী। এই উপলক্ষে বিজয় দিবস কুচকাওয়াজ আয়োজন করছে চীন। ওই অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ ২৬ দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের উপস্থিত থাকার কথা রয়েছে।

উত্তর কোরিয়ার নেতা কিম খুব কম বিদেশ সফর করলেও চীনের বিজয় দিবস উদযাপনে থাকবেন। যা চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক জয়ের ইঙ্গিত দিচ্ছে।

এবারের বিজয় দিবসের কুচকাওয়াজে প্রথমবারের মতো চীনা সামরিক বাহিনীর নতুন কাঠামো সম্পূর্ণরূপে তুলে ধরা হবে। সেই সঙ্গে প্রদর্শন করা হতে পারে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র। যার মধ্যে থাকতে পারে শত শত যুদ্ধবিমান, ট্যাঙ্ক ও ড্রোন বিধ্বংসী ব্যবস্থা।

এছাড়া কয়েক হাজার সামরিক সদস্য এই কুচকাওয়াজে অংশ নেবেন যারা তিয়েনআনমেন স্কয়ারে তাদের সামরিক দক্ষতা ও নৈপুন্য প্রদর্শন করবেন। ৭০ মিনিটের এই মহড়া পর্যবেক্ষণ করবেন স্বয়ং শি জিনপিং। এ সময় তার সঙ্গে থাকবেন বিদেশি নেতারা।

বেইজিংয়ের কেন্দ্রস্থলে আয়োজিত এই কুচকাওয়াজে শি জিনপিং ও ভ্লাদিমির পুতিনের পাশে কিম জং উনের উপস্থিতি নিঃসন্দেহে আলোকচিত্রীদের জন্য বড় আকর্ষণ হবে বলে মনে করা হচ্ছে।

ট্যাগস

চীনের সামরিক কুচকাওয়াজে পুতিনের সাথে যোগ দেবেন কিমও

আপডেট সময় ০৫:১৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী সপ্তাহে দেশটির বিজয় দিবসের সামরিক কুচকাওয়াজে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাশাপাশি যোগ দেবেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনও। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।

আগামী ৩ সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি এবং জাপানের আনুষ্ঠানিক আত্মসমর্পণের ৮০তম বার্ষিকী। এই উপলক্ষে বিজয় দিবস কুচকাওয়াজ আয়োজন করছে চীন। ওই অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ ২৬ দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের উপস্থিত থাকার কথা রয়েছে।

উত্তর কোরিয়ার নেতা কিম খুব কম বিদেশ সফর করলেও চীনের বিজয় দিবস উদযাপনে থাকবেন। যা চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক জয়ের ইঙ্গিত দিচ্ছে।

এবারের বিজয় দিবসের কুচকাওয়াজে প্রথমবারের মতো চীনা সামরিক বাহিনীর নতুন কাঠামো সম্পূর্ণরূপে তুলে ধরা হবে। সেই সঙ্গে প্রদর্শন করা হতে পারে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র। যার মধ্যে থাকতে পারে শত শত যুদ্ধবিমান, ট্যাঙ্ক ও ড্রোন বিধ্বংসী ব্যবস্থা।

এছাড়া কয়েক হাজার সামরিক সদস্য এই কুচকাওয়াজে অংশ নেবেন যারা তিয়েনআনমেন স্কয়ারে তাদের সামরিক দক্ষতা ও নৈপুন্য প্রদর্শন করবেন। ৭০ মিনিটের এই মহড়া পর্যবেক্ষণ করবেন স্বয়ং শি জিনপিং। এ সময় তার সঙ্গে থাকবেন বিদেশি নেতারা।

বেইজিংয়ের কেন্দ্রস্থলে আয়োজিত এই কুচকাওয়াজে শি জিনপিং ও ভ্লাদিমির পুতিনের পাশে কিম জং উনের উপস্থিতি নিঃসন্দেহে আলোকচিত্রীদের জন্য বড় আকর্ষণ হবে বলে মনে করা হচ্ছে।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471