ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক ওসি প্রদীপের ফাঁসির তারিখ ঘোষণার দাবি

মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসির কার্যকরের তারিখ দ্রুত ঘোষণা করার দাবি জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন।

সোমবার (১১ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের সেক্রেটারি লেফটেন্যান্ট (অব.) সাইফুল্লাহ খাঁন সাইফ এ দাবি জানান।

তিনি বলেন, “প্রদীপের ফাঁসির রায় বহুদিন আগে হলেও এখনও তার কার্যকরের তারিখ ঘোষণা করা হয়নি। এটি শুধু সময়ের বিলম্ব নয়, বরং ন্যায়বিচারের অবমাননা, শহীদ মেজর সিনহার আত্মার প্রতি বিশ্বাসঘাতকতা এবং জাতির সঙ্গে প্রতারণা।”

সাইফুল্লাহ খাঁন প্রশ্ন তুলেন, “দাগী খুনি প্রদীপের ফাঁসির বিষয়টি দীর্ঘদিন টালাটালি করে সরকার কী বার্তা দিতে চায়? অপরাধীরা কি রাজনৈতিক অথবা প্রশাসনিক ছত্রছায়ায় থাকলে বিচার এড়িয়ে যেতে পারবে? এই বিলম্ব শুধু নিহতের পরিবার নয়, পুরো দেশের সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষের মনোবলকে ক্ষতিগ্রস্ত করছে।”

তিনি আরও জানান, “আমরা স্পষ্ট করে বলছি, এই বিলম্ব আর চলতে দেওয়া হবে না। সরকারের কাছে আমাদের চূড়ান্ত দাবি, প্রদীপের ফাঁসির কার্যকরের নির্দিষ্ট তারিখ দ্রুত ঘোষণা করতে হবে। তা না হলে আমরা আরও কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবো।”

লেফটেন্যান্ট সাইফুল্লাহ খাঁন বলেন, “ন্যায়বিচার শুধুমাত্র আদালতের রায় নয়, তার সঠিক বাস্তবায়নের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়। বাস্তবায়ন না হলে তা জনগণের প্রতি প্রকাশ্য চ্যালেঞ্জ হিসেবে ধরা হবে।”

সংবাদ সম্মেলনে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

ট্যাগস

সাবেক ওসি প্রদীপের ফাঁসির তারিখ ঘোষণার দাবি

আপডেট সময় ১২:৩৯:২৭ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫

মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসির কার্যকরের তারিখ দ্রুত ঘোষণা করার দাবি জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন।

সোমবার (১১ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের সেক্রেটারি লেফটেন্যান্ট (অব.) সাইফুল্লাহ খাঁন সাইফ এ দাবি জানান।

তিনি বলেন, “প্রদীপের ফাঁসির রায় বহুদিন আগে হলেও এখনও তার কার্যকরের তারিখ ঘোষণা করা হয়নি। এটি শুধু সময়ের বিলম্ব নয়, বরং ন্যায়বিচারের অবমাননা, শহীদ মেজর সিনহার আত্মার প্রতি বিশ্বাসঘাতকতা এবং জাতির সঙ্গে প্রতারণা।”

সাইফুল্লাহ খাঁন প্রশ্ন তুলেন, “দাগী খুনি প্রদীপের ফাঁসির বিষয়টি দীর্ঘদিন টালাটালি করে সরকার কী বার্তা দিতে চায়? অপরাধীরা কি রাজনৈতিক অথবা প্রশাসনিক ছত্রছায়ায় থাকলে বিচার এড়িয়ে যেতে পারবে? এই বিলম্ব শুধু নিহতের পরিবার নয়, পুরো দেশের সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষের মনোবলকে ক্ষতিগ্রস্ত করছে।”

তিনি আরও জানান, “আমরা স্পষ্ট করে বলছি, এই বিলম্ব আর চলতে দেওয়া হবে না। সরকারের কাছে আমাদের চূড়ান্ত দাবি, প্রদীপের ফাঁসির কার্যকরের নির্দিষ্ট তারিখ দ্রুত ঘোষণা করতে হবে। তা না হলে আমরা আরও কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবো।”

লেফটেন্যান্ট সাইফুল্লাহ খাঁন বলেন, “ন্যায়বিচার শুধুমাত্র আদালতের রায় নয়, তার সঠিক বাস্তবায়নের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়। বাস্তবায়ন না হলে তা জনগণের প্রতি প্রকাশ্য চ্যালেঞ্জ হিসেবে ধরা হবে।”

সংবাদ সম্মেলনে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471