ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ঋতুপর্ণাকে বাড়ি উপহার দেবে বিসিবি

  • ক্রীড়া ডেস্ক:
  • আপডেট সময় ১২:০৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • ৬১২ Time View

একটা বাড়ির দাবি ছিল বহুদিন ধরেই। বাংলাদেশ ফুটবলের নবজাগরণের অন্যতম কারিগর ঋতুপর্ণা চাকমা সেই বাড়িটা যেন কিছুই পাচ্ছিলেন না। অবশেষে তাকে সেই বিশেষ উপহারটা দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে, বাংলাদেশ ফুটবলের এই তারকাকে নতুন বাড়ি বানিয়ে দেবেন তারা।

গতকাল বিসিবির সভা শেষে রাতে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান। তিনি জানান, এরই মধ্যে প্রকৌশলীর মাধ্যমে বাড়িটির নকশা ও প্রয়োজনীয় অন্যান্য কিছু চূড়ান্ত হয়েছে এবং তা বিসিবির কাছে পাঠিয়েছে ঋতুপর্ণার পরিবার। বোর্ড সভায় সেটির অনুমোদন দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

গত কয়েক বছর ধরেই বাংলাদেশ ফুটবলের অন্যতম বড় নাম ঋতুপর্ণা। সাফ চ্যাম্পিয়নশিপ থেকে ইতিহাস গড়ে এশিয়ান কাপের মূল পর্বে পৌঁছে যাওয়া; সবখানেই ঋতুপর্ণার বড় ভূমিকা হয়েছে।

ঋতুপর্ণার বাড়ি রাঙামাটি জেলার কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের মঘাছড়ি গ্রামে। অনেক দিন ধরেই জরাজীর্ণ বাড়িতে বসবাস তার পরিবারের। শুধুমাত্র ঋতুপর্ণার আয়েই চলছে সংসার। বাবা ও একমাত্র ভাইকে হারানোর পর সংসারের দায়িত্বও তারই। ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসা ব্যয় বহন করতে হয় ঋতুপর্ণাকেই। এজন্যই দীর্ঘদিন ধরে একটা বাড়ির স্বপ্ন দেখছিলেন তিনি।

শেষ পর্যন্ত পূর্ণ হচ্ছে ঋতুপর্ণার স্বপ্ন। তার বাড়ির জীর্ণ অবস্থা দেখেই তার নতুন বাড়ি নির্মাণ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

ট্যাগস

ঋতুপর্ণাকে বাড়ি উপহার দেবে বিসিবি

আপডেট সময় ১২:০৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫

একটা বাড়ির দাবি ছিল বহুদিন ধরেই। বাংলাদেশ ফুটবলের নবজাগরণের অন্যতম কারিগর ঋতুপর্ণা চাকমা সেই বাড়িটা যেন কিছুই পাচ্ছিলেন না। অবশেষে তাকে সেই বিশেষ উপহারটা দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে, বাংলাদেশ ফুটবলের এই তারকাকে নতুন বাড়ি বানিয়ে দেবেন তারা।

গতকাল বিসিবির সভা শেষে রাতে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান। তিনি জানান, এরই মধ্যে প্রকৌশলীর মাধ্যমে বাড়িটির নকশা ও প্রয়োজনীয় অন্যান্য কিছু চূড়ান্ত হয়েছে এবং তা বিসিবির কাছে পাঠিয়েছে ঋতুপর্ণার পরিবার। বোর্ড সভায় সেটির অনুমোদন দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

গত কয়েক বছর ধরেই বাংলাদেশ ফুটবলের অন্যতম বড় নাম ঋতুপর্ণা। সাফ চ্যাম্পিয়নশিপ থেকে ইতিহাস গড়ে এশিয়ান কাপের মূল পর্বে পৌঁছে যাওয়া; সবখানেই ঋতুপর্ণার বড় ভূমিকা হয়েছে।

ঋতুপর্ণার বাড়ি রাঙামাটি জেলার কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের মঘাছড়ি গ্রামে। অনেক দিন ধরেই জরাজীর্ণ বাড়িতে বসবাস তার পরিবারের। শুধুমাত্র ঋতুপর্ণার আয়েই চলছে সংসার। বাবা ও একমাত্র ভাইকে হারানোর পর সংসারের দায়িত্বও তারই। ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসা ব্যয় বহন করতে হয় ঋতুপর্ণাকেই। এজন্যই দীর্ঘদিন ধরে একটা বাড়ির স্বপ্ন দেখছিলেন তিনি।

শেষ পর্যন্ত পূর্ণ হচ্ছে ঋতুপর্ণার স্বপ্ন। তার বাড়ির জীর্ণ অবস্থা দেখেই তার নতুন বাড়ি নির্মাণ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471