ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

যুবলীগ নেতা হত্যা মামলায় ১জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জ শহরে যুবলীগ নেতা গোলাম মোস্তফা হত্যা মামলার রায়ে একজনের মৃত্যুদণ্ড ও চার জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণ না হওয়ায় ১৩ জনকে খালাস দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ৩ এর বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত তারিকুল ইসলাম ওরফে তারেক (৩৭) সিরাজগঞ্জ শহরের রানীগ্রাম এলাকার আব্দুস সামাদের ছেলে।

যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন, রানীগ্রাম এলাকার কাশেম ওরফে কাশুর দুই ছেলে মো. সেলিম (৪২) ও মো. বাদল (৩৯), একই এলাকার আব্দুল কুদ্দুস ওরফে চিকুর ছেলে নজরুল ইসলাম (৪০) ও সাইফুল ইসলাম খানের ছেলে সাইদুল ইসলাম (৪১)।

নিহত গোলাম মোস্তফা (৪০) সিরাজগঞ্জ শহরের রানীগ্রাম মধ্যপাড়ার হাতেম আলী সেখের ছেলে ও ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ৩ এর পেশকার আব্দুল মোমিন বলেন, পূর্ব বিরোধের জেরে ২০১৮ সালের ৩ অক্টোবর সকালে রানীগ্রাম বাজার এলাকায় গোলাম মোস্তফাকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তার স্ত্রী শিখা খাতুন বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোপত্র দাখিল করে পুলিশ।

সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক তারিকুল ইসলাম ওরফে তারেককে কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন।

এছাড়াও দুই ভাই মো. সেলিম ও মো. বাদল এবং নজরুল ইসলাম ও সাইদুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ২৫ হাজার জরিমানা ও অনাদায়ে আরও তিন মাস করে কারাদণ্ড প্রদান করে।

এছাড়াও অভিযোগ প্রমাণ না হওয়ায় ১৩ জনকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার পর আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগস

যুবলীগ নেতা হত্যা মামলায় ১জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন

আপডেট সময় ০৫:৪৯:০০ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫

সিরাজগঞ্জ শহরে যুবলীগ নেতা গোলাম মোস্তফা হত্যা মামলার রায়ে একজনের মৃত্যুদণ্ড ও চার জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণ না হওয়ায় ১৩ জনকে খালাস দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ৩ এর বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত তারিকুল ইসলাম ওরফে তারেক (৩৭) সিরাজগঞ্জ শহরের রানীগ্রাম এলাকার আব্দুস সামাদের ছেলে।

যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন, রানীগ্রাম এলাকার কাশেম ওরফে কাশুর দুই ছেলে মো. সেলিম (৪২) ও মো. বাদল (৩৯), একই এলাকার আব্দুল কুদ্দুস ওরফে চিকুর ছেলে নজরুল ইসলাম (৪০) ও সাইফুল ইসলাম খানের ছেলে সাইদুল ইসলাম (৪১)।

নিহত গোলাম মোস্তফা (৪০) সিরাজগঞ্জ শহরের রানীগ্রাম মধ্যপাড়ার হাতেম আলী সেখের ছেলে ও ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ৩ এর পেশকার আব্দুল মোমিন বলেন, পূর্ব বিরোধের জেরে ২০১৮ সালের ৩ অক্টোবর সকালে রানীগ্রাম বাজার এলাকায় গোলাম মোস্তফাকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তার স্ত্রী শিখা খাতুন বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোপত্র দাখিল করে পুলিশ।

সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক তারিকুল ইসলাম ওরফে তারেককে কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন।

এছাড়াও দুই ভাই মো. সেলিম ও মো. বাদল এবং নজরুল ইসলাম ও সাইদুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ২৫ হাজার জরিমানা ও অনাদায়ে আরও তিন মাস করে কারাদণ্ড প্রদান করে।

এছাড়াও অভিযোগ প্রমাণ না হওয়ায় ১৩ জনকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার পর আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471