ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ায় ট্রাকচাপায় ২ বন্ধু নিহত

বগুড়ার শেরপুরে নতুন ভোটারের ছবি তুলে বাড়িতে ফেরার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু ঘটনাস্থলেই নিহত হয়েছে। এতে আরেক জন গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৭ মার্চ) সকাল ১১টায় ঢাকা বগুড়া মহাসড়কের রাজাপুর বিরইল এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিরইল পূর্বপাড়া গ্রামের সোলায়মানের ছেলে হৃদয় সরকার (২১) ও আব্দুল হাইয়ের ছেলে শুভ শেখ (২১) এ ঘটনায় আহত আরেক বন্ধু মোটরসাইকেল চালক একই এলাকার শাহিনের ছেলে সাগর (২১)। এসব তথ্য নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নূর হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে তিন বন্ধু বিরইল থেকে মোটরসাইকেল নিয়ে মির্জাপুর স্কুলে নতুন ভোটারের ছবি তুলতে যায়। সকাল ১১টার দিকে বাড়ি ফেরার সময় অজ্ঞাতনামা একটি দ্রতগতির একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা দুইজন ছিটকে রাস্তায় পড়ে যায়। ট্রাকের চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে দুই বন্ধু ঘটনাস্থালেই নিহত হন।

এদিকে, মোটরসাইকেল চালক সাগর গুরুতরভাবে আহত হয়। স্থানীয়রা আহতকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্যে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

শেরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ আজিজুল হক জানান, ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস

বগুড়ায় ট্রাকচাপায় ২ বন্ধু নিহত

আপডেট সময় ০৪:৪৯:২৮ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫

বগুড়ার শেরপুরে নতুন ভোটারের ছবি তুলে বাড়িতে ফেরার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু ঘটনাস্থলেই নিহত হয়েছে। এতে আরেক জন গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৭ মার্চ) সকাল ১১টায় ঢাকা বগুড়া মহাসড়কের রাজাপুর বিরইল এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিরইল পূর্বপাড়া গ্রামের সোলায়মানের ছেলে হৃদয় সরকার (২১) ও আব্দুল হাইয়ের ছেলে শুভ শেখ (২১) এ ঘটনায় আহত আরেক বন্ধু মোটরসাইকেল চালক একই এলাকার শাহিনের ছেলে সাগর (২১)। এসব তথ্য নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নূর হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে তিন বন্ধু বিরইল থেকে মোটরসাইকেল নিয়ে মির্জাপুর স্কুলে নতুন ভোটারের ছবি তুলতে যায়। সকাল ১১টার দিকে বাড়ি ফেরার সময় অজ্ঞাতনামা একটি দ্রতগতির একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা দুইজন ছিটকে রাস্তায় পড়ে যায়। ট্রাকের চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে দুই বন্ধু ঘটনাস্থালেই নিহত হন।

এদিকে, মোটরসাইকেল চালক সাগর গুরুতরভাবে আহত হয়। স্থানীয়রা আহতকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্যে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

শেরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ আজিজুল হক জানান, ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471