ঢাকা ০৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁয় প্রিপেইড মিটার স্থাপন বাতিলের দাবিতে নেসকোর অফিস ঘেরাও

নওগাঁয় বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচির পর বিদ্যুৎ বিতরণ সংস্থা নেসকোর অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। বিদ্যুৎ গ্রাহক স্বার্থ রক্ষা কমিটির ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। আজ বুধবার (২৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

বিক্ষোভ ও নেসকো অফিস ঘেরাও কর্মসূচি শেষে দুপুরে নেসকো নওগাঁ কার্যালয়ের বিক্রয় ও বিতরণ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফরিদুল হাসানের কাছে স্মারকলিপি দেন কমিটির নেতারা।

পূর্ব ঘোষণা অনুযায়ী বিদ্যুৎ গ্রাহক স্বার্থরক্ষা কমিটির নেতা ও সাধারণ বিদ্যুৎ গ্রাহকেরা বেলা ১১টার দিকে নওগাঁ শহরের তাজের মোড় এলাকায় জড়ো হন। পরে সেখান থেকে মিছিল নিয়ে তাঁরা শহরের কাঠালতলী মোড় এলাকায় অবস্থিত নেসকো বিক্রয়-বিতরণ বিভাগের অফিস ঘেরাও করেন। বিদ্যুৎ অফিসের সামনের সড়কে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে বক্তারা হয়রানিমূলক প্রিপেইড স্থাপনের সিদ্ধান্ত প্রত্যাহার, বিদ্যুৎ খাতের সংস্কার ও গ্রাহক হয়রানি-ভোগান্তি নিরসনের দাবি জানান। বিক্ষোভ সমাবেশ চলার সময় নওগাঁ-সান্তাহার সড়কে ২০ থেকে ২৫ মিনিট যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরে বিদ্যুৎ গ্রাহক স্বার্থ রক্ষা কমিটির একটি প্রতিনিধি দল নেসকো সমাবেশে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল নওগাঁ জেলা শাখার আহ্বায়ক জয়নাল আবেদিন মুকুল বলেন, বিদ্যুৎ খাত থেকে রেন্টাল, কুইক রেন্টালের নামে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের লুটেরা বাহিনী কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। দীর্ঘ দিন ধরে আমরা এই লুটেরাদের বিচারের দাবি জানিয়ে আসছি। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এখনও কোনো পদক্ষেপ নেয়নি। বরং আমরা দেখতে পাচ্ছি বিদ্যুৎ গ্রাহকদের এখনও হয়রানি ও ভোগান্তি ফেলানোর প্রক্রিয়া চলতে আসছে। এটা দুঃখজনক। জনগণের টাকা লোপাটের এই প্রক্রিয়া বন্ধ করতে হবে।

বিদ্যুৎ গ্রাহক স্বার্থ রক্ষা কমিটির সদস্য সচিব আলিমুর রেজা রানা বলেন, ‘প্রিপেইড মিটার স্থাপন বন্ধ করে পুরোনো মিটারের ত্রুটি সংশোধন করতে হবে। এর মাধ্যমে জনমনে স্বস্তি ও আস্থা ফিরিয়ে আনতে হবে। আমরা একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছি। যদি বিদ্যুৎ খাতের লুটের বিচার না হয়, জনমত উপেক্ষা করে নওগাঁয় নেসকোর হয়রানিমূলক প্রিপ্রেইড মিটার স্থাপন করা হচ্ছে। ইতোমধ্যে যাঁদের বাড়িতে প্রিপেইড মিটার লাগানো হয়েছে, করা হয় তাহলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।’

নওগাঁ নেসকোর বিক্রয় ও বিতরণ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফরিদুল হাসান বলেন, ‘এলাকাবাসী নির্বাহী প্রকৌশলী নেসকো বরাবর স্মারকলিপি লিখেছে। স্মারকলিপিটি আমাকে নির্বাহী প্রকৌশলীর কাছে দিতে বলা হয়েছে। স্মারকলিপির বিষয়টি আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দেব।’

তিনি আরও বলেন, প্রি-পেইড লাগানো নেসকোর একটি ধারাবাহিক প্রক্রিয়া। তবে বিভিন্ন স্থানে গ্রাহকদের অভিযোগের কারণে প্রিপেইড মিটার স্থাপন প্রক্রিয়া আপতত বন্ধ হচ্ছে। প্রিপেইড মিটার স্থাপন নিয়ে গণশুনানির করে পরবর্তীতে মিটার স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ট্যাগস

নওগাঁয় প্রিপেইড মিটার স্থাপন বাতিলের দাবিতে নেসকোর অফিস ঘেরাও

আপডেট সময় ০৬:৩২:৩০ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫

নওগাঁয় বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচির পর বিদ্যুৎ বিতরণ সংস্থা নেসকোর অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। বিদ্যুৎ গ্রাহক স্বার্থ রক্ষা কমিটির ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। আজ বুধবার (২৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

বিক্ষোভ ও নেসকো অফিস ঘেরাও কর্মসূচি শেষে দুপুরে নেসকো নওগাঁ কার্যালয়ের বিক্রয় ও বিতরণ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফরিদুল হাসানের কাছে স্মারকলিপি দেন কমিটির নেতারা।

পূর্ব ঘোষণা অনুযায়ী বিদ্যুৎ গ্রাহক স্বার্থরক্ষা কমিটির নেতা ও সাধারণ বিদ্যুৎ গ্রাহকেরা বেলা ১১টার দিকে নওগাঁ শহরের তাজের মোড় এলাকায় জড়ো হন। পরে সেখান থেকে মিছিল নিয়ে তাঁরা শহরের কাঠালতলী মোড় এলাকায় অবস্থিত নেসকো বিক্রয়-বিতরণ বিভাগের অফিস ঘেরাও করেন। বিদ্যুৎ অফিসের সামনের সড়কে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে বক্তারা হয়রানিমূলক প্রিপেইড স্থাপনের সিদ্ধান্ত প্রত্যাহার, বিদ্যুৎ খাতের সংস্কার ও গ্রাহক হয়রানি-ভোগান্তি নিরসনের দাবি জানান। বিক্ষোভ সমাবেশ চলার সময় নওগাঁ-সান্তাহার সড়কে ২০ থেকে ২৫ মিনিট যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরে বিদ্যুৎ গ্রাহক স্বার্থ রক্ষা কমিটির একটি প্রতিনিধি দল নেসকো সমাবেশে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল নওগাঁ জেলা শাখার আহ্বায়ক জয়নাল আবেদিন মুকুল বলেন, বিদ্যুৎ খাত থেকে রেন্টাল, কুইক রেন্টালের নামে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের লুটেরা বাহিনী কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। দীর্ঘ দিন ধরে আমরা এই লুটেরাদের বিচারের দাবি জানিয়ে আসছি। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এখনও কোনো পদক্ষেপ নেয়নি। বরং আমরা দেখতে পাচ্ছি বিদ্যুৎ গ্রাহকদের এখনও হয়রানি ও ভোগান্তি ফেলানোর প্রক্রিয়া চলতে আসছে। এটা দুঃখজনক। জনগণের টাকা লোপাটের এই প্রক্রিয়া বন্ধ করতে হবে।

বিদ্যুৎ গ্রাহক স্বার্থ রক্ষা কমিটির সদস্য সচিব আলিমুর রেজা রানা বলেন, ‘প্রিপেইড মিটার স্থাপন বন্ধ করে পুরোনো মিটারের ত্রুটি সংশোধন করতে হবে। এর মাধ্যমে জনমনে স্বস্তি ও আস্থা ফিরিয়ে আনতে হবে। আমরা একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছি। যদি বিদ্যুৎ খাতের লুটের বিচার না হয়, জনমত উপেক্ষা করে নওগাঁয় নেসকোর হয়রানিমূলক প্রিপ্রেইড মিটার স্থাপন করা হচ্ছে। ইতোমধ্যে যাঁদের বাড়িতে প্রিপেইড মিটার লাগানো হয়েছে, করা হয় তাহলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।’

নওগাঁ নেসকোর বিক্রয় ও বিতরণ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফরিদুল হাসান বলেন, ‘এলাকাবাসী নির্বাহী প্রকৌশলী নেসকো বরাবর স্মারকলিপি লিখেছে। স্মারকলিপিটি আমাকে নির্বাহী প্রকৌশলীর কাছে দিতে বলা হয়েছে। স্মারকলিপির বিষয়টি আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দেব।’

তিনি আরও বলেন, প্রি-পেইড লাগানো নেসকোর একটি ধারাবাহিক প্রক্রিয়া। তবে বিভিন্ন স্থানে গ্রাহকদের অভিযোগের কারণে প্রিপেইড মিটার স্থাপন প্রক্রিয়া আপতত বন্ধ হচ্ছে। প্রিপেইড মিটার স্থাপন নিয়ে গণশুনানির করে পরবর্তীতে মিটার স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471