ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

চেলসির সঙ্গে আর্সেনালের নাটকীয় ড্র

  • ক্রীড়া ডেক্স
  • আপডেট সময় ১১:১৩:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩
  • ১৬৮৬ Time View

ইংলিশ প্রিমিয়ার লিগের অবস্থা আগের মতো আর নাই। একটা সময় ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, আর্সেনাল, চেলসির আধিপত্য ছিল। কিন্তু ম্যানচেস্টার সিটির দাপটে এসব দল এখন সাধারণ মানে পরিণত হয়েছে। তবে এবার শুরু থেকেই ম্যানসিটিকে চ্যালেঞ্জ জানিয়ে আসছে আর্সেনাল। গত রাতে স্টামফোর্ড ব্রিজে চেলসির সঙ্গে ২-২ গোলে ড্র করে ম্যানসিটির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে দলটি।

অ্যাওয়ে ম্যাচে নাটকীয় ড্র করেছে আর্সেনাল। ০-২ গোলে পিছিয়ে পড়ে যখন হারের শঙ্কা ক্রমেই জোরালো হচ্ছিল তখন নাটকীয়ভাবে ম্যাচে ফেরে গানাররা। সাত মিনিটের ব্যবধানে দুই গোল করে মূল্যবান পয়েন্ট অর্জন করে।

এই ড্র-র ফলে আর্সেনাল এবারের লিগে এখনো পর্যন্ত অপরাজিত থাকার র্কীতি ধরে রাখলো। ম্যানচেস্টার সিটি দুই ম্যাচে হেরেছে, সেখানে আর্সেনাল এখনো অপরাজিত। তবে দুই দলের পয়েন্ট সমান। গোল পার্থক্যে ম্যানসিটি পয়েন্ট টেবিলে নেতৃত্ব দিচ্ছে। ম্যাচের ১৫তম মিনিটে কোল পালমের পেনাল্টি গোল থেকে এগিয়ে যায়। বিরতির শুরুতেই মাইখাইলোর গোলে ব্যবধান দ্বিগুন করে তারা। কিন্তু ৭৭ ও ৮৪ মিনিটে ডেকলান রাইস ও লিওনাদ্রো ট্রোসার্ড গোল করে চেলসি সমর্থকদের মুখের হাসি কেড়ে নেয়

সর্বাধিক পঠিত

চেলসির সঙ্গে আর্সেনালের নাটকীয় ড্র

আপডেট সময় ১১:১৩:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩

ইংলিশ প্রিমিয়ার লিগের অবস্থা আগের মতো আর নাই। একটা সময় ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, আর্সেনাল, চেলসির আধিপত্য ছিল। কিন্তু ম্যানচেস্টার সিটির দাপটে এসব দল এখন সাধারণ মানে পরিণত হয়েছে। তবে এবার শুরু থেকেই ম্যানসিটিকে চ্যালেঞ্জ জানিয়ে আসছে আর্সেনাল। গত রাতে স্টামফোর্ড ব্রিজে চেলসির সঙ্গে ২-২ গোলে ড্র করে ম্যানসিটির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে দলটি।

অ্যাওয়ে ম্যাচে নাটকীয় ড্র করেছে আর্সেনাল। ০-২ গোলে পিছিয়ে পড়ে যখন হারের শঙ্কা ক্রমেই জোরালো হচ্ছিল তখন নাটকীয়ভাবে ম্যাচে ফেরে গানাররা। সাত মিনিটের ব্যবধানে দুই গোল করে মূল্যবান পয়েন্ট অর্জন করে।

এই ড্র-র ফলে আর্সেনাল এবারের লিগে এখনো পর্যন্ত অপরাজিত থাকার র্কীতি ধরে রাখলো। ম্যানচেস্টার সিটি দুই ম্যাচে হেরেছে, সেখানে আর্সেনাল এখনো অপরাজিত। তবে দুই দলের পয়েন্ট সমান। গোল পার্থক্যে ম্যানসিটি পয়েন্ট টেবিলে নেতৃত্ব দিচ্ছে। ম্যাচের ১৫তম মিনিটে কোল পালমের পেনাল্টি গোল থেকে এগিয়ে যায়। বিরতির শুরুতেই মাইখাইলোর গোলে ব্যবধান দ্বিগুন করে তারা। কিন্তু ৭৭ ও ৮৪ মিনিটে ডেকলান রাইস ও লিওনাদ্রো ট্রোসার্ড গোল করে চেলসি সমর্থকদের মুখের হাসি কেড়ে নেয়


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471