ঢাকা ০৫:১০ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

দ্বিতীয় দিনে স্বর্ণ জিতেছেন আশিকুজ্জামান ও শ্যামলী রায়

ক্রীড়া ডেস্ক : জাতীয় আরচারি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনে কম্পাউন্ড পুরুষ একক ইভেন্টে মোহাম্মদ আশিকুজ্জামান এবং কম্পাউন্ড মহিলা একক ইভেন্টে শ্যামলী রায় স্বর্ণপদক জয় করেছেন।

সোমবার টঙ্গীস্থ শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে প্রতিযোগিতার দ্বিতীয় দিনের খেলা অনুষ্ঠিত হয়।

এদিন কম্পাউন্ড পুরুষ একক ইভেন্টে বাংলাদেশ পুলিশ আরচারি ক্লাবের মোহাম্মদ আশিকুজ্জামান ১৪৯-১৪১ স্কোরে নিজ দলের আবুল কাশেমকে হারিয়ে স্বর্ণপদক জয় লাভ করেন।

ইভেন্টে আর্মি আরচারি ক্লাবের মিঠু রহমান ১৪৩-১৪২ স্কোরে বিকেএসপির হিমু বাছাড়কে হারিয়ে ব্রোঞ্জ পদক লাভ করেন।

কম্পাউন্ড মহিলা একক ইভেন্টে পুলিশ আরচারি ক্লাবের শ্যামলী রায় ফাইনালে ১৪৪-১৪০ স্কোরে বাংলাদেশ আনসারের সুমা বিশ্বাসকে হারিয়ে স্বর্ণ জয় করেন।

এই ইভেন্টে বিকেএসপির পুস্পিতা জামান ১৪১-১২৮ স্কোরে এএসপিটিএস আরচারি ক্লাবের সায়মা আক্তার সেতুকে হারিয়ে ব্রোঞ্জ পদক জয় করেন।

ট্যাগস

সর্বাধিক পঠিত

দ্বিতীয় দিনে স্বর্ণ জিতেছেন আশিকুজ্জামান ও শ্যামলী রায়

আপডেট সময় ১২:০৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২
ক্রীড়া ডেস্ক : জাতীয় আরচারি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনে কম্পাউন্ড পুরুষ একক ইভেন্টে মোহাম্মদ আশিকুজ্জামান এবং কম্পাউন্ড মহিলা একক ইভেন্টে শ্যামলী রায় স্বর্ণপদক জয় করেছেন।

সোমবার টঙ্গীস্থ শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে প্রতিযোগিতার দ্বিতীয় দিনের খেলা অনুষ্ঠিত হয়।

এদিন কম্পাউন্ড পুরুষ একক ইভেন্টে বাংলাদেশ পুলিশ আরচারি ক্লাবের মোহাম্মদ আশিকুজ্জামান ১৪৯-১৪১ স্কোরে নিজ দলের আবুল কাশেমকে হারিয়ে স্বর্ণপদক জয় লাভ করেন।

ইভেন্টে আর্মি আরচারি ক্লাবের মিঠু রহমান ১৪৩-১৪২ স্কোরে বিকেএসপির হিমু বাছাড়কে হারিয়ে ব্রোঞ্জ পদক লাভ করেন।

কম্পাউন্ড মহিলা একক ইভেন্টে পুলিশ আরচারি ক্লাবের শ্যামলী রায় ফাইনালে ১৪৪-১৪০ স্কোরে বাংলাদেশ আনসারের সুমা বিশ্বাসকে হারিয়ে স্বর্ণ জয় করেন।

এই ইভেন্টে বিকেএসপির পুস্পিতা জামান ১৪১-১২৮ স্কোরে এএসপিটিএস আরচারি ক্লাবের সায়মা আক্তার সেতুকে হারিয়ে ব্রোঞ্জ পদক জয় করেন।


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471