ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :

স্প্যানিশ লা লিগায় নাম দিলেন বাংলাদেশের জিদান মিয়া

ক্রীড়া ডেক্স : স্প্যানিশ লা লিগার দল রায়ো ভায়োকানোতে নাম লেখালেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার জিদান মিয়া। ইংল্যান্ডে জন্ম নেয়া ২০ বছর বয়সী জিদান মিয়াকে নতুন মৌসুমের জন্য দলে ভিড়িয়েছে স্পেনের ক্লাবটি।

তবে জিদান মিয়া প্রথম মৌসুমেই ভায়োকানোর মূল দলে খেলবেন নাকি বি দলে থাকবেন- তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। মাদ্রিদভিত্তিক স্পোর্টস ম্যানেজম্যান্ট এজেন্সি এন্থেম স্পোর্টস জানিয়েছে এ খবর।

এছাড়া মাদ্রিদের স্কাউট একাডেমি জেনোভা স্পোর্টসের পোস্টেও জানা গেছে জিদান মিয়ার ভায়োকানোতে যোগ দেয়ার খবরটি। ইংলিশ গ্রেট ডেভিড বেকহ্যামের অ্যাকাডেমি থেকে হাতেখড়ি নেয়া এই ফুটবলারকে এবার দেখা যাবে স্পেনের ক্লাব ফুটবলের সর্বোচ্চ লিগে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

ভারতের পশ্চিমবঙ্গে গণঅভ্যুত্থানের ডাক বিজেপি নেতার

স্প্যানিশ লা লিগায় নাম দিলেন বাংলাদেশের জিদান মিয়া

আপডেট সময় ১২:২৯:১৩ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১

ক্রীড়া ডেক্স : স্প্যানিশ লা লিগার দল রায়ো ভায়োকানোতে নাম লেখালেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার জিদান মিয়া। ইংল্যান্ডে জন্ম নেয়া ২০ বছর বয়সী জিদান মিয়াকে নতুন মৌসুমের জন্য দলে ভিড়িয়েছে স্পেনের ক্লাবটি।

তবে জিদান মিয়া প্রথম মৌসুমেই ভায়োকানোর মূল দলে খেলবেন নাকি বি দলে থাকবেন- তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। মাদ্রিদভিত্তিক স্পোর্টস ম্যানেজম্যান্ট এজেন্সি এন্থেম স্পোর্টস জানিয়েছে এ খবর।

এছাড়া মাদ্রিদের স্কাউট একাডেমি জেনোভা স্পোর্টসের পোস্টেও জানা গেছে জিদান মিয়ার ভায়োকানোতে যোগ দেয়ার খবরটি। ইংলিশ গ্রেট ডেভিড বেকহ্যামের অ্যাকাডেমি থেকে হাতেখড়ি নেয়া এই ফুটবলারকে এবার দেখা যাবে স্পেনের ক্লাব ফুটবলের সর্বোচ্চ লিগে।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471