ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

“ডিএসসিসি” ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর আসাদের আইডি হ্যাকড, থানায় জিডি

কাউন্সিলর আসাদ

স্টাফ রিপোর্টারঃ  ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২১ নং ওয়ার্ডের নব-নির্বাচিত কাউন্সিলর আসাদুজ্জামান আসাদের ফেসবুক আইডি হ্যাকড হওয়ার অভিযোগ পাওয়া গেছে, যিনি করোনাভাইরাসের কারণে সংকটে পড়া নিজ এলাকার বাসিন্দাদের কাছে ট্রাকে করে প্রয়োজনীয় পণ্যসামগ্রী পৌঁছে দিয়ে আলোচিত হয়েছেন।

ফেসবুক আইডি হ্যাকড করে তার নামে দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন জনের কাছে অনাকাঙ্ক্ষিত পোস্ট কিংবা বার্তার বিষয়ে শঙ্কা প্রকাশ করে ডিএসসিসির এই কাউন্সিলর গতকাল বুধবার রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। (নং-৯৫৩)।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান ফেসবুক আইডি হ্যাকড হওয়ার ঘটনায় কাউন্সিলর আসাদ জিডি করেছেন জানিয়ে বলেন, ‘আমার থানা এলাকার ২১ ওয়ার্ডের কাউন্সিলর আসাদুজ্জামান আসাদ তার ফেসবুক আইডি হ্যাক হওয়ার পরপরই একটি সাধারণ ডায়েরি করেছেন।’

জিডিতে আসাদ উল্লেখ করেছেন, বুধবার বিকাল আনুমানিক সাড়ে পাঁচটার দিকে আমার ফেসবুক আইডিটি হ্যাক হয়ে যায়। এই অবস্থায় অনাকাঙ্খিতভাবে কোনো ধরনের পোস্ট বা কারো কাছে বার্তা গেলে তার জন্য আমি দায়ী থাকবো না।’

ঢাকা টাইমসকে কাউন্সিলর আসাদ বলেন, ‘বুধবার বিকাল থেকেই হঠাৎ করে আমার ফেসবুক আইডিটি ডিজেবল দেখায়। কোনোভাবেই ফেসবুকে লগ ইন করে ঢুকতে পারছিলাম না। পরে বুঝতে পারি আইডি হ্যাকড হয়েছে। এ জন্য শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।’

ছাত্রলীগের সাবেক এই কেন্দ্রীয় নেতা বলেন, ‘কে বা কারা কেন এমন কাজ করল আমি জানি না। আমি ছাত্রজীবন থেকেই রাজনীতি করি। বঙ্গবন্ধুর আদর্শই আমার একমাত্র লক্ষ্য। করোনায় আমি নিজের ওয়ার্ডের মানুষের পাশে থেকে সেবা করার চেষ্টা করছি। হয়ত আমার প্রতিপক্ষ এটা কোনোভাবেই মেনে নিতে পারছে না। একারণে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে এই কাজ করা হয়েছে বলে আমি মনে করছি।’

‘আমি জীবনে কারো কোনো ক্ষতি করিনি। আমি ব্যক্তি আসাদ যেমন কাউন্সিলর আসাদও তার ব্যাতিক্রম নই। তবে জনপ্রতিনিধি হওয়ায় দায়িত্ব বেড়েছে। নিজের মানুষদের ভাল-মন্দ খোঁজ খবর নেবার দায়িত্বও আমার। তাই দিন-রাত প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করছি।’

আইড হ্যাক হওয়ার বিষয়ে আসাদ বলেন, ‘আমি আমার প্রিয় মানুষদের কাছে হ্যাকড ফেসবুক আইডি থেকে কোনো অনাকাঙ্খিত পোস্ট বা মেসেজের ঘটনা ঘটলে তার জন্য দুঃখ প্রকাশ করছি। আমি বলবো, আপানার সব সময় সচেতন থাকবেন, কারণ আমাদের চারাপাশে কিছু মানুষ আছে যারা আমাকে এবং আপনাকে হেয় করে আনন্দ পায়। তাদের বিষয়ে সজাগ থাকুন।’

ট্যাগস

“ডিএসসিসি” ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর আসাদের আইডি হ্যাকড, থানায় জিডি

আপডেট সময় ১০:৫৬:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২০

স্টাফ রিপোর্টারঃ  ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২১ নং ওয়ার্ডের নব-নির্বাচিত কাউন্সিলর আসাদুজ্জামান আসাদের ফেসবুক আইডি হ্যাকড হওয়ার অভিযোগ পাওয়া গেছে, যিনি করোনাভাইরাসের কারণে সংকটে পড়া নিজ এলাকার বাসিন্দাদের কাছে ট্রাকে করে প্রয়োজনীয় পণ্যসামগ্রী পৌঁছে দিয়ে আলোচিত হয়েছেন।

ফেসবুক আইডি হ্যাকড করে তার নামে দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন জনের কাছে অনাকাঙ্ক্ষিত পোস্ট কিংবা বার্তার বিষয়ে শঙ্কা প্রকাশ করে ডিএসসিসির এই কাউন্সিলর গতকাল বুধবার রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। (নং-৯৫৩)।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান ফেসবুক আইডি হ্যাকড হওয়ার ঘটনায় কাউন্সিলর আসাদ জিডি করেছেন জানিয়ে বলেন, ‘আমার থানা এলাকার ২১ ওয়ার্ডের কাউন্সিলর আসাদুজ্জামান আসাদ তার ফেসবুক আইডি হ্যাক হওয়ার পরপরই একটি সাধারণ ডায়েরি করেছেন।’

জিডিতে আসাদ উল্লেখ করেছেন, বুধবার বিকাল আনুমানিক সাড়ে পাঁচটার দিকে আমার ফেসবুক আইডিটি হ্যাক হয়ে যায়। এই অবস্থায় অনাকাঙ্খিতভাবে কোনো ধরনের পোস্ট বা কারো কাছে বার্তা গেলে তার জন্য আমি দায়ী থাকবো না।’

ঢাকা টাইমসকে কাউন্সিলর আসাদ বলেন, ‘বুধবার বিকাল থেকেই হঠাৎ করে আমার ফেসবুক আইডিটি ডিজেবল দেখায়। কোনোভাবেই ফেসবুকে লগ ইন করে ঢুকতে পারছিলাম না। পরে বুঝতে পারি আইডি হ্যাকড হয়েছে। এ জন্য শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।’

ছাত্রলীগের সাবেক এই কেন্দ্রীয় নেতা বলেন, ‘কে বা কারা কেন এমন কাজ করল আমি জানি না। আমি ছাত্রজীবন থেকেই রাজনীতি করি। বঙ্গবন্ধুর আদর্শই আমার একমাত্র লক্ষ্য। করোনায় আমি নিজের ওয়ার্ডের মানুষের পাশে থেকে সেবা করার চেষ্টা করছি। হয়ত আমার প্রতিপক্ষ এটা কোনোভাবেই মেনে নিতে পারছে না। একারণে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে এই কাজ করা হয়েছে বলে আমি মনে করছি।’

‘আমি জীবনে কারো কোনো ক্ষতি করিনি। আমি ব্যক্তি আসাদ যেমন কাউন্সিলর আসাদও তার ব্যাতিক্রম নই। তবে জনপ্রতিনিধি হওয়ায় দায়িত্ব বেড়েছে। নিজের মানুষদের ভাল-মন্দ খোঁজ খবর নেবার দায়িত্বও আমার। তাই দিন-রাত প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করছি।’

আইড হ্যাক হওয়ার বিষয়ে আসাদ বলেন, ‘আমি আমার প্রিয় মানুষদের কাছে হ্যাকড ফেসবুক আইডি থেকে কোনো অনাকাঙ্খিত পোস্ট বা মেসেজের ঘটনা ঘটলে তার জন্য দুঃখ প্রকাশ করছি। আমি বলবো, আপানার সব সময় সচেতন থাকবেন, কারণ আমাদের চারাপাশে কিছু মানুষ আছে যারা আমাকে এবং আপনাকে হেয় করে আনন্দ পায়। তাদের বিষয়ে সজাগ থাকুন।’


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471