ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

ক্ষ্মীপুর সদরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। নিহতের একজনের নাম নজরুল ইসলাম কালাম এবং অন্যজনের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।

রবিবার (২৫ মে) ভোরে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের চন্দ্রগঞ্জ ও লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়কের পিয়ারাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে ফ্রেশ সিমেন্টবাহী একটি কাভার্ডভ্যান একটি ভ্যানগাড়িকে চাপা দেয়। এতে ভ্যানচালক নজরুল ইসলাম কালাম আহত হয়। তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরদিকে ভোরে ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কের কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে অজ্ঞাত আহত এক বৃদ্ধকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায় চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরএমও অরূপ পাল বিষয়টি নিশ্চত করেন বলেন, ‘সড়ক দুর্ঘটনায় দুই জনকে হাসপাতালে আনা হয়েছে। ওই দুইজনের মৃত্যু হয়েছে।’

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া বলেন, ‘সড়কের ওপর আহত হয়ে এক ব্যক্তি পড়ে ছিল। তিনি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তি মারা যান। অপরদিকে সিমেন্টবাহী একটি কাভার্ডভ্যান একটি ভ্যানগাড়িকে চাপা দেয়। এতে ভ্যানচালক নজরুল ইসলাম কালাম নামে একজন নিহত হন।’

ট্যাগস

লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

আপডেট সময় ০৭:০৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

ক্ষ্মীপুর সদরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। নিহতের একজনের নাম নজরুল ইসলাম কালাম এবং অন্যজনের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।

রবিবার (২৫ মে) ভোরে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের চন্দ্রগঞ্জ ও লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়কের পিয়ারাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে ফ্রেশ সিমেন্টবাহী একটি কাভার্ডভ্যান একটি ভ্যানগাড়িকে চাপা দেয়। এতে ভ্যানচালক নজরুল ইসলাম কালাম আহত হয়। তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরদিকে ভোরে ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কের কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে অজ্ঞাত আহত এক বৃদ্ধকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায় চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরএমও অরূপ পাল বিষয়টি নিশ্চত করেন বলেন, ‘সড়ক দুর্ঘটনায় দুই জনকে হাসপাতালে আনা হয়েছে। ওই দুইজনের মৃত্যু হয়েছে।’

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া বলেন, ‘সড়কের ওপর আহত হয়ে এক ব্যক্তি পড়ে ছিল। তিনি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তি মারা যান। অপরদিকে সিমেন্টবাহী একটি কাভার্ডভ্যান একটি ভ্যানগাড়িকে চাপা দেয়। এতে ভ্যানচালক নজরুল ইসলাম কালাম নামে একজন নিহত হন।’