নওগাঁ সদর উপজেলায় অনুষ্ঠিত হলো “Consumers Hope & Environment Development Foundation (CHEDF)” ও মানবাধিকার সংস্থা সিডেফ নওগাঁ জেলা কমিটির আয়োজনে একটি মানবাধিকার বিষয়ক কর্মশালা।
স্থানীয় ভিআইপি টাওয়ার, কাজীর মোড়, উকিলপাড়া রোডে ১৭জুলাই বৃহস্পতিবার বিকেল ৪টায় শুরু হওয়া এই কর্মসূচিতে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি হিসেবে কর্মশালায় উপস্থিত ছিলেন সিডেফ-এর চেয়ারম্যান আবদুল কাইউম সিদ্দিকী। তিনি তার বক্তব্যে মানবাধিকার রক্ষায় নাগরিক সচেতনতার গুরুত্ব তুলে ধরেন এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে মানবাধিকার সম্পর্কে তথ্য ছড়িয়ে দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলা কমিটির সভাপতি মোঃ আতাউর রহমান, যিনি সিডেফ-এর স্থানীয় কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোকপাত করেন।
কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঝে মানবাধিকার সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তথ্যবহুল সেশন পরিচালিত হয়। বক্তারা ব্যক্তি অধিকার, সামাজিক ন্যায়বিচার, এবং পরিবেশগত উন্নয়নে নাগরিক অংশগ্রহণের উপর গুরুত্বারোপ করেন। সিডেফ-এর প্রতিনিধি দল জানান, জেলা কমিটি অনুমোদনের মাধ্যমে স্থানীয় কার্যক্রমকে আরও জোরদার করা হবে।
সিডেফ-এর এ ধরনের আয়োজন দেশে মানবাধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে অভিমত ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।