ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁ জেলা যুবলীগ সভাপতি পিটু গ্রেপ্তার

নওগাঁ জেলা যুবলীগের সভাপতি ও জেলা বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট খোদাদাত খান পিটুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে শহরের চকদেব পোস্ট অফিস পাড়া এলাকার নিজ বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। খোদাদাত খান পিটু ওই এলাকার মৃত আব্দুল হাই খানের ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা নওগাঁ সদর থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান বলেন, ‘বিএনপির পার্টি অফিসে হামলা, ভাঙচুরসহ একাধিক মামলায় খোদাদাত খান পিটু অভিযুক্ত। তাঁকে বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর সকালে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।’

বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী। তিনি বলেন, ‘নিজ বাসা থেকে পিটু খানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আইনানুগ প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।’

ট্যাগস

নওগাঁ জেলা যুবলীগ সভাপতি পিটু গ্রেপ্তার

আপডেট সময় ০৪:০৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

নওগাঁ জেলা যুবলীগের সভাপতি ও জেলা বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট খোদাদাত খান পিটুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে শহরের চকদেব পোস্ট অফিস পাড়া এলাকার নিজ বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। খোদাদাত খান পিটু ওই এলাকার মৃত আব্দুল হাই খানের ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা নওগাঁ সদর থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান বলেন, ‘বিএনপির পার্টি অফিসে হামলা, ভাঙচুরসহ একাধিক মামলায় খোদাদাত খান পিটু অভিযুক্ত। তাঁকে বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর সকালে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।’

বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী। তিনি বলেন, ‘নিজ বাসা থেকে পিটু খানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আইনানুগ প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।’