ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

সীমান্ত দিয়ে ১৫৩ জনকে পুশইন করেছে বিএসএফ

সিলেট ও মৌলভীবাজার সীমান্ত দিয়ে এক রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১৫৩ জনকে বাংলাদেশে পুশইন করেছে। শনিবার (২৪ মে) গভীর রাত থেকে রোববার (২৫ মে) সকাল পর্যন্ত চলে এই পুশইনের ঘটনা। সীমান্ত অতিক্রমের সঙ্গে সঙ্গেই সবাইকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর সীমান্ত দিয়ে ৭৯ জন, পাল্লাথল দিয়ে ৪২ জন এবং সিলেটের বিয়ানীবাজার উপজেলার নয়গ্রাম সীমান্ত দিয়ে ৩২ জনকে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হয়।

বিজিবির ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানান, রাত আনুমানিক আড়াইটা থেকে সীমান্তে নজরদারি বাড়ানো হয়। তখনই দেখতে পাই ঘন জঙ্গল ও বিলপথ ব্যবহার করে বিএসএফ পুশইন করছে। আমরা সঙ্গে সঙ্গে সবাইকে আটক করি। তাদের পরিচয় শনাক্তে কাজ চলছে।

এ নিয়ে গত এক মাসে সিলেট সীমান্ত দিয়ে বিএসএফ-এর মাধ্যমে পুশইনের সংখ্যা দাঁড়াল ১৯০ জনে। এর আগে ১৪ মে কানাইঘাট সীমান্ত দিয়ে ১৬ জন, ২৪ মে আরও ২১ জনকে পুশইন করা হয়েছিল।

বিজিবি বলছে, রাত আড়াইটা থেকে ঘন জঙ্গল ও বিলের মধ্য দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয়।

বিজিবি ৫২-ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান পুশইনের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আটককৃতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।’

ট্যাগস

সীমান্ত দিয়ে ১৫৩ জনকে পুশইন করেছে বিএসএফ

আপডেট সময় ০৪:৩১:০৮ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

সিলেট ও মৌলভীবাজার সীমান্ত দিয়ে এক রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১৫৩ জনকে বাংলাদেশে পুশইন করেছে। শনিবার (২৪ মে) গভীর রাত থেকে রোববার (২৫ মে) সকাল পর্যন্ত চলে এই পুশইনের ঘটনা। সীমান্ত অতিক্রমের সঙ্গে সঙ্গেই সবাইকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর সীমান্ত দিয়ে ৭৯ জন, পাল্লাথল দিয়ে ৪২ জন এবং সিলেটের বিয়ানীবাজার উপজেলার নয়গ্রাম সীমান্ত দিয়ে ৩২ জনকে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হয়।

বিজিবির ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানান, রাত আনুমানিক আড়াইটা থেকে সীমান্তে নজরদারি বাড়ানো হয়। তখনই দেখতে পাই ঘন জঙ্গল ও বিলপথ ব্যবহার করে বিএসএফ পুশইন করছে। আমরা সঙ্গে সঙ্গে সবাইকে আটক করি। তাদের পরিচয় শনাক্তে কাজ চলছে।

এ নিয়ে গত এক মাসে সিলেট সীমান্ত দিয়ে বিএসএফ-এর মাধ্যমে পুশইনের সংখ্যা দাঁড়াল ১৯০ জনে। এর আগে ১৪ মে কানাইঘাট সীমান্ত দিয়ে ১৬ জন, ২৪ মে আরও ২১ জনকে পুশইন করা হয়েছিল।

বিজিবি বলছে, রাত আড়াইটা থেকে ঘন জঙ্গল ও বিলের মধ্য দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয়।

বিজিবি ৫২-ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান পুশইনের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আটককৃতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।’