রাজধানীর বনানীতে একটি কংক্রিট মিক্সার ট্রাকের চাপায় দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ (২৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সারওয়ার।
তিনি জানান, কাকলী বাসস্ট্যান্ডের কাছে দুর্ঘটনাটি ঘটে। মোটরসাইকেলটি মহাখালীর দিকে যাচ্ছিল। ট্রাকচাপায় ঘটনাস্থলেই ভুক্তভোগী দুইজনের মৃত্যু হয়।
নিহতদের একজনের নাম আশফাকুর রহমান আসিফ বলে জানা গেলেও অন্যজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
বনানী ট্রাফিক পুলিশের সার্জেন্ট সাগর কুমার ঘোষ গণমাধ্যমকে জানান, “একটি নির্মাণ প্রতিষ্ঠানের কংক্রিট মিক্সার ট্রাকের চাপায় তারা নিহত হয়েছেন।”
তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। দুর্ঘটনায় আক্রান্ত মোটরসাইকেলটি বনানী থানায় নেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছেন বলেও জানায় পুলিশ।