জুলাই গণঅভ্যুত্থানের রক্তাক্ত ইতিহাসের এক বেদনাময় অধ্যায় হয়ে থাকবেন শহীদ সেলিম তালুকদার। সাত মাস আগে যিনি ছাত্র-জনতার ন্যায়সঙ্গত আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছিলেন, তার কন্যা সন্তান পৃথিবীর আলো দেখলো বাবাকে ছাড়াই।
শনিবার (৮ মার্চ) রাত ৮টার দিকে ঝালকাঠি শহরের একটি বেসরকারি ক্লিনিকে ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দেন সেলিমের স্ত্রী সুমী আক্তার। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৩১ জুলাই নিহত হন তিনি। জানা যায়, ঝালকাঠির নলছিটি উপজেলার মল্লিকপুর এলাকার বাসিন্দা সেলিম তালুকদার। মৃত্যুর তিন দিন পরেই (৪ আগস্ট) প্রথম বিয়েবার্ষিকী ছিল সেলিম-সুমি দম্পতির। কিন্তু তার আগেই সেলিম শহীদ হন। তার মৃত্যুর পর গত ৮ আগস্ট স্বাস্থ্য পরীক্ষায় জানা যায়, সেলিমের স্ত্রী সুমী আক্তার অন্তঃসত্ত্বা।
গতকাল শনিবার দুপুর ১২টার দিকে সুমী আক্তারের শারীরিক অবস্থার অবনতি হলে নলছিটি শহরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে কন্যাসন্তানের জন্ম দেন শহীদ সেলিমের স্ত্রী।
নিহত সেলিমের স্ত্রী সুমী জানান, ‘আমার স্বামী শহীদ হয়েছেন। তার স্মৃতি হিসেবে এই সন্তান আমার কাছে থাকবে। আমার চাওয়া আমার সন্তানকে যেন কারো কাছে হাত পাতা না লাগে। আমি যত দিন বাঁচব শহীদ সেলিমের স্ত্রী হিসেবে বাঁচবো। সন্তানকে তার পরিচয় দেব।