গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত হলেন বিশিষ্ট কবি সাহিত্যিক, গবেষক ও শিক্ষাবিদ ড.আবুল হায়াত ইসমাইল। বিশ্ব সাহিত্য কেন্দ্র, ঢাকার ১০৩ নম্বর সম্মেলন কক্ষে শুক্রবার সারাদিনব্যাপি স্বপ্ননীল সাহিত্যচর্চা পরিষদের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী, মোড়ক উন্মোচন ও আন্তর্জাতিক গুণিজন সংবর্ধনা অনুষ্ঠানে অধ্যাপক ড. আবুল হায়াত ইসমাইল কে সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে বিচারপতি এস এম মজিবুর রহমান, বিশেষ অতিথি হিসাবে ড.মাহফুজুর রহমান আকন্দ, প্রধান আলোচক হিসাবে ছিলেন কবি গবেষক সাহিত্যিক কামরুল ইসলাম অনুষ্ঠানটি উদ্বোধন করেন বিশিষ্ট কবি সাহিত্যিক রাফিয়া বেগম ডলি।
বিশেষ আলোচক হিসেবে কবি, সাহিত্যিক, লেখক শিক্ষাবিদ ড.আবুল হায়াত ইসমাইল আলোচনা করেন।
অনুষ্ঠানে বিভিন্ন লেখকের বই উন্মোচন করা হয়। দিনব্যাপি স্বপ্ননীল সাহিত্যচর্চা পরিষদের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী, মোড়ক
উম্মোচনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।