ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশের(ডিবি) ২ কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে শহরের কাউতলী এলাকাস্থ ভাড়া বাসা থেকে তাদের গ্রেফতার করে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে ২ কনস্টেবলের বিরুদ্ধে মামলা হয়। মামলার বাদী জেলা গায়েন্দা পুলিশের সাব ইন্সপেক্টর সোহেল আহমদ।
গ্রেপ্তার কনস্টেবলরা হচ্ছে– শাখাওয়াত ও সোহরাব। জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাদের ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী এলাকাস্থ বাসা থেকে গ্রেপ্তার করে বলে বুধবার নিশ্চিত হওয়া গেছে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘তাদের বিরুদ্ধে অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা হয়েছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরে গণমাধ্যমকে ব্রিফ করবেন।’
ব্রাহ্মণবাড়িয়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন বলেন, ‘দুই কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা হয়েছে। তদন্তে ঘটনার রহস্য বেরিয়ে আসবে।’