রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসান নিয়ে আলোচনা করতে আজ মঙ্গলবার (১১ মার্চ) সৌদি আরবে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন ইউক্রেনের একটি প্রতিনিধি দল।গতকাল সোমবার (১০ মার্চ) এ উপলক্ষে রিয়াদ সফরে যান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
সৌদি সফরে গিয়ে জেলেনস্কি আগে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেন।
২০২২ সালে ইউক্রেনে রুশ আগ্রাসনের পর থেকে সৌদি আরব বিভিন্ন সময় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে। যার মধ্যে বন্দিবিনিময়ের মধ্যস্থতা এবং গত মাসে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার আয়োজনও করেছে। খবর কিয়েভ ইনডিপেন্ডেন্টের।
মার্কিন ও ইউক্রেনীয় কর্মকর্তাদের মধ্যে আলোচনায় ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জেলেনস্কির বাগবিতণ্ডার পর মঙ্গলবার প্রথম আনুষ্ঠানিক বৈঠক হতে যাচ্ছে।
এতে দ্বিপাক্ষিক খনিজ চুক্তি এবং যুদ্ধ কীভাবে শেষ করা যায় তার ওপর আলোকপাত করবে বলে আশা করা হচ্ছে।