যুক্তরাষ্ট্রের তৈরি ২৫টি উন্নত এফ-১৫ যুদ্ধবিমান কেনার জন্য ৫২০ কোটি মার্কিন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয় গতরাতে (বুধবার) পরবর্তী প্রজন্মের এফ-১৫ যুদ্ধবিমান কেনার বিশাল একটি চুক্তি স্বাক্ষর করেছে। এর আওতায় আমেরিকান কোম্পানি বোয়িংয়ের তৈরি ২৫টি উন্নত যুদ্ধবিমান কেনা হবে।
এতে আরও বলা হয়, এই চুক্তির মূল্য প্রায় ৫ দশমিক ২ বিলিয়ন বা ৫২০ কোটি ডলার। এই অর্থ মার্কিন সহায়তা তহবিল থেকে দেয়া হবে।এ ছাড়া এতে ভবিষ্যতে আরও ২৫টি যুদ্ধবিমান কেনার একটি বিকল্প বিষয় রাখা হয়েছে।গাজা উপত্যকায় গত বছরের ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এক বছরে ইসরায়েলের জন্য কমপক্ষে ১ হাজার ৭৯০ কোটি ডলার পরিমাণ সামরিক সহায়তা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এটা ইসরায়েলকে এক বছরে যুক্তরাষ্ট্রের পাঠানো সর্বোচ্চ সামরিক সহায়তা। গত অক্টোবরে প্রকাশিত যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ের কস্টস অব ওয়ার প্রকল্পের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস দক্ষিণে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায়। এর জবাবে সেদিন থেকেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা শুরু করে ইসরায়েল। ইসরায়েলি হামলায় ইতিমধ্যে অবরুদ্ধ ছোট্ট এই উপত্যকায় ৪৩ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। তাদের বেশিরভাগ নারী ও শিশু।তবে এক বছর পর এই যুদ্ধ এখন আর শুধু গাজা উপত্যকায় সীমাবদ্ধ নয়। হামাসের মিত্র হিজবুল্লাহকে দমনের নামে যুদ্ধ লেবানন পর্যন্ত বিস্তৃত করেছে নেতানিয়াহু সরকার। এরই মধ্যে লেবাননে ইসরায়েলি হামলায় ৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।