কোটা বিরোধী আন্দোলনের নামে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কার্যকলাপের প্রতিবাদে পঞ্চগড়ে ঘন্টা ব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালন করেছে বীর মুক্তিযোদ্ধারা।
মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১১টা থেকে পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়কে এই কর্মসূচী পালন করে জেলার প্রায় শতাধীক মুক্তিযোদ্ধা ও সন্তানেরা।
এসময় বক্তারা কোটা বিরোধী আন্দোলনের নামে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কার্যকলাপের প্রতিবাদ জানান। এসময় তারা বলেন, আমরা কোটার জন্য মুক্তিযুদ্ধে যাই নি। আমরা সরকারি সুযোগ নেয়ার জন্য যুদ্ধে নামিনি।
আমরা প্রিয় দেশের জন্য, আমাদের জন্মভূমিকে রক্ষা করতে যুদ্ধে ঝাপিয়ে পড়ি। তারা আরো প্রতিবাদ জানিয়ে বলেন, খবর নিয়ে দেখতে পারেন দেশে কতজন মুক্তিযোদ্ধার সন্তানের চাকরি হয়েছে। অন্যান্য চাকরি প্রত্যাশিদের সাথে লড়াই করে হাতে গোনা কয়েকজন চাকরি পাচ্ছে।
এর মাঝে একটি চক্র দেশের স্বাভাবিক অবস্থার বেঘাত ঘটাতে অবুঝ সন্তানদের নিয়ে কোটা বিরোধী প্রতিবাদ করছে। যেটা কোন ভাবে কাম্য নয়। যদি তারা অবস্থার ব্যঘাত ঘটাতে চায় তাহলে আমাদের রাস্তায় নামতে হবে বলে হুঁশিয়ারি দেন বীর মুক্তিযোদ্ধারা।পঞ্চগড় জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে জেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাইখুর ইসলামের সভাপতিত্বে সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, বীর মুক্তিযোদ্ধা এটিএম সারোয়ার হোসেন, জেলা মুক্তিযুদ্ধ সন্তান ও প্রজন্ম কমান্ডের সভাপতি মোস্তফা কামাল সজীব, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহব্বায়ক মির্জা সাবদারুল ইসলাম মুক্তা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাটসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।