নওগাঁ-২ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল। এ আসনে ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ করা হবে।
এ উপলক্ষে নওগাঁর ধামইরহাটে নির্বাচনে দায়িত্ব পাওয়া প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং অফিসারদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এতে প্রশিক্ষণার্থীদের সুষ্ঠু ভোট আয়োজনে নির্দেশনা দেন নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম। তিনি জানান, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কমিশন বদ্ধপরিকর।
উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) জেলা পরিষদ অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ হয়। নওগাঁ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. গোলাম মওলার সভাপতিত্বে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম।
সেখানে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘নওগাঁ-২ আসনে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। ভোটাররা যাতে কেন্দ্রে ভোট দিতে আসতে পারে তার পরিবেশ এই আসনে রয়েছে।’
এ সময় রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক, জেলা নির্বাচন কর্মকর্তা তারিফুজ্জামান, পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল মমিন, উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) জেসমিন আকতার, ওসি বাহাউদ্দিন ফারুকী, নির্বাচন অফিসার আনিছুর রহমানসহ ৫৩ জন প্রিসাইডিং এবং সব সহকারী প্রিসাইডিং অফিসাররা উপস্থিত ছিলেন।
গত বছরের ২৯ ডিসেম্বর ভোরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আমিনুল হকের মৃত্যু হয়। এতে ওই আসনের ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন।
বর্তমানে ওই আসন থেকে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার বাবলু, জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের তোফাজ্জল হোসেন, স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকে ইঞ্জিনিয়ার আখতারুল আলম ও ঈগল প্রতীকে মেহেদী মাহমুদ রেজা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ধামইরহাট ও পত্নীতলা উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৬ হাজার ১৩২ জন। তার মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ৭৭ হাজার ৫৭২ জন এবং নারী ভোটার সংখ্যা ১ লাখ ৭৮ হাজার ৫৫৯ জন।