ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বুসান চলচ্চিত্র উৎসবে পুরস্কার পেল ইকবাল হোসাইন চৌধুরী পরিচালিত সিনেমা ‘বলী

  • বিনোদন ডেক্স
  • আপডেট সময় ০১:১৭:২২ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
  • ১৬৫৩ Time View

এশিয়ার সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৮তম আসরে নিউ কারেন্টস বিভাগে পুরস্কার জিতেছে বাংলাদেশের নির্মাতা ইকবাল হোসাইন চৌধুরী পরিচালিত সিনেমা ‘বলী (দ্য রেসলার)’। শুক্রবার (১৩ অক্টোবর) উৎসবের সমাপনী দিনে এ পুরস্কার ঘোষণা করা হয়।

বুসান উৎসবের অফিশিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে পুরস্কারের তালিকা প্রকাশ করা হয়েছে। মর্যাদাপূর্ণ এ চলচ্চিত্র উৎসবের নিউ কারেন্টস বিভাগে প্রথম বাংলাদেশি সিনেমা পুরস্কার জিতল এটি।

নিউ কারেন্টস বিভাগে দুটি সিনেমাকে পুরস্কার দেওয়া হয়। ‘বলী (দ্য রেসলার)’ ছাড়া এ বিভাগে পুরস্কার জিতেছে জাপানের ‘মোরি তাতসুয়া’। দুই সিনেমাই পুরস্কার হিসেবে ৩০ হাজার ডলার পেয়েছে। ‘বলী (দ্য রেসলার)’ সাগরপাড়ের গল্প। সাগরের মতোই সিনেমার মূলত: দুই রূপ। একটি খুবই শান্ত, রহস্যময়। আরেকটি খুবই নিষ্ঠুর, বিধ্বংসী রূপ।

২০২০-২১ অর্থ বছরে বাংলাদেশ সরকারের অনুদানের সিনেমা ‘বলী (দ্য রেসলার)’। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। সাগরপাড়ের এক খ্যাপাটে জেলের চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমাটির শুটিং হয়েছে চট্টগ্রামের উপকূলীয় এলাকায়। চলতি বছরের শেষের দিকে সিনেমাটি প্রেক্ষাগৃহে আসতে পারে।

বুসান চলচ্চিত্র উৎসবে পুরস্কার পেল ইকবাল হোসাইন চৌধুরী পরিচালিত সিনেমা ‘বলী

আপডেট সময় ০১:১৭:২২ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩

এশিয়ার সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৮তম আসরে নিউ কারেন্টস বিভাগে পুরস্কার জিতেছে বাংলাদেশের নির্মাতা ইকবাল হোসাইন চৌধুরী পরিচালিত সিনেমা ‘বলী (দ্য রেসলার)’। শুক্রবার (১৩ অক্টোবর) উৎসবের সমাপনী দিনে এ পুরস্কার ঘোষণা করা হয়।

বুসান উৎসবের অফিশিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে পুরস্কারের তালিকা প্রকাশ করা হয়েছে। মর্যাদাপূর্ণ এ চলচ্চিত্র উৎসবের নিউ কারেন্টস বিভাগে প্রথম বাংলাদেশি সিনেমা পুরস্কার জিতল এটি।

নিউ কারেন্টস বিভাগে দুটি সিনেমাকে পুরস্কার দেওয়া হয়। ‘বলী (দ্য রেসলার)’ ছাড়া এ বিভাগে পুরস্কার জিতেছে জাপানের ‘মোরি তাতসুয়া’। দুই সিনেমাই পুরস্কার হিসেবে ৩০ হাজার ডলার পেয়েছে। ‘বলী (দ্য রেসলার)’ সাগরপাড়ের গল্প। সাগরের মতোই সিনেমার মূলত: দুই রূপ। একটি খুবই শান্ত, রহস্যময়। আরেকটি খুবই নিষ্ঠুর, বিধ্বংসী রূপ।

২০২০-২১ অর্থ বছরে বাংলাদেশ সরকারের অনুদানের সিনেমা ‘বলী (দ্য রেসলার)’। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। সাগরপাড়ের এক খ্যাপাটে জেলের চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমাটির শুটিং হয়েছে চট্টগ্রামের উপকূলীয় এলাকায়। চলতি বছরের শেষের দিকে সিনেমাটি প্রেক্ষাগৃহে আসতে পারে।