বিশ্কাপ বাছাই পর্বের খেলায় শুক্রবার আবার মাঠে নামছে আর্জেন্টিনা। এ ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ প্যারাগুয়ে। আর্জেন্টিনার অধিনায়ক মেসি এ ম্যাচে খেলবেন কি না তা নিশ্চিত নয়। ইনজুরির কারণেই মেসির মাঠে নামা নিয়েই এমন অনিশ্চয়তা দেখা দিয়েছে।
মেসি ভালো আছেন। অনুশীলনে ভালো করছেন। তারপরও তার মাঠে নামার বিষয়টি নিশ্চিত করতে পারেননি দলটির কোচ লিওনেল স্ক্যালোনি। ইনজুরির কারণে বেশ লম্বা সময় মাঠের বাইরে রয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার অধিনায়ক গত ৩ সেপ্টেম্বর সর্বশেষ মাঠে নেমেছিলেন। ইন্টার মায়ামির হয়ে মাত্র ৩৭ মিনিটে খেলেছিলেন। ফলে মেসিকে নিয়ে এ মুহূর্তে কোনো ঝুঁকি নিবেন কি না সে ব্যাপারে এখনো দ্বিধায় কোচ স্ক্যালোনি।
তিনি বলেন, ‘আমাদের এখনো একটা ট্রেনিং সেশন বাকি। আর একটা ট্রেনিং সেশন তার জন্য খুবই গুরত্বপূর্ণ। এ ব্যাপারে তার সঙ্গে কথা বলতে হবে। সে শুরু থেকে খেলতে পারবে কি না এ ব্যাপারে নিশ্চিত হতে হবে। অনুশীলনে তাকে ভালো দেখাচ্ছে। তাকে ঘিরেই দলের অন্য সদস্যদের নির্বাচিত করা হবে। স্ক্যালোনি আরও বলেন, আমাদের শুধু প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ নিয়ে ভাবলে চলবে না, পরে আমাদের আরও একটা ম্যাচ রয়েছে। যদি মেসি এ ম্যাচের জন্য ফিট না হয় তাহলে অন্য খেলোয়াড়ের ওপর নির্ভর করতে হবে। আর সেটাই গুরুত্বপূর্ণ।
স্ক্যালোনি বলেন, মেসি যদি না খেলতে পারে তাহলে ম্যানচেস্টার সিটির হুলিয়ান আলভারেজ ও ইন্টার মিলানের লাউতারো মার্টিনেজ একসঙ্গে খেলবে। তারা এর আগে একসঙ্গে খেলেছে। আমার সামনে অনেক পথ খোলা রয়েছে। ম্যাচের ওপর নির্ভর করেই সে সব ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। কোনো সমস্যা হবে না। তাদের খেলার স্টাইল ভিন্ন তবে তারা নিজেদের মানিয়ে নিতে পারে।