ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নওগাঁর মহাদেবপুরে ড্রেজার মেশিন জদ্ধ ২ লাখ টাকা জরিমানাকে অবৈধ দাবী ইজারাদারের

নওগাঁর মহাদেবপুর  উপজেলার তংকা শিবপুর মৌজায় লিজ নেওয়া বালু মহাল থেকে বালু তোলার সময় উপজেলা প্রশাসন ভ্রাম্যমান মোবাইল কোর্ট বসিয়ে ইজারাদারের দু লাখ টাকা জরিমানা ও ড্রেজার মেশিন জদ্ধ করেছে । বৃহস্পতিবার বিকেলে মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মো: আবু হানিফ এ অভিযান পরিচালনা করেন । উপজেলা নির্বাহী অফিসার মো: আবু হাসান বলেন জন স্বার্থে অভিযানে গিয়ে দেখা যায় সেখানে ড্রেজার মেশিন দিয়ে বালু তোলা হচ্ছে । এতে নদীর বেশ কিছু এলাকায় ভাঙ্গন দেখা দেয় । নির্ধারিত ওই মৌজা ইজারাদারের  লীজের বাইরে থাকায় জরিমানা করা হয় বলে তিনি জানান ।

তবে এ ঘটনা কে সম্পুর্ন বে আইনী দাবী করেছেন মহাদেবপুর আত্রাই নদীর বালু মহাল লীজ নেওয়া ইজারাদার মো: মোয়াজ্জেম হোসেন । তিনি বলেন   চলতি বছরের যে বালু মহাল লীজ দেওয়া হয়েছে সেখানে ভাটি অংশের মান্দার সীমানা পর্যন্ত উল্লেখ করা হয়েছে । তা ছাড়া তংকা শিবপুর মৌজা লীজে উল্লেখ করা হয়েছে । প্রায় ১ কোটি ৭৫ লাখ টাকা দিয়ে নেওয়া এ বালু মহাল যে সব জায়গায় বালু রয়েছে সেখান থেকে বালু তোলার অধিকার রাখে ইজারাদার । আর যে জায়গা টিতে মোবাইল কোর্ট দেওয়া হয়েছে সেটি নদীর জেগে উঠা চর ।

এ চর কে ব্যাক্তিগত দাবী করে যারা বালু তুলতে বাঁধা দিচ্ছে তারাও না বুঝে এ কাজ টি করছে । তিনি দাবী করেন বিগত দিনে জামায়াত বিএনপির কিছু লোকজন সরকার কে ফাঁকি দিয়ে এসব পয়েন্ট থেকে বালু তুলে কারবার করে ।  এসব প্রতারণা বন্ধ করে লীজের মাধ্যমে নদীর নাব্যতা ফিরানোর ছাড়াও সরকারের ঘরে কোটি টাকা রাজস্ব যাচ্ছে । উপজেলা প্রশাসনের এ কার্যক্রমের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানান ইজারাদার মোয়াজ্জেম হোসেন ।

ট্যাগস

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

নওগাঁর মহাদেবপুরে ড্রেজার মেশিন জদ্ধ ২ লাখ টাকা জরিমানাকে অবৈধ দাবী ইজারাদারের

আপডেট সময় ১০:২৭:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩

নওগাঁর মহাদেবপুর  উপজেলার তংকা শিবপুর মৌজায় লিজ নেওয়া বালু মহাল থেকে বালু তোলার সময় উপজেলা প্রশাসন ভ্রাম্যমান মোবাইল কোর্ট বসিয়ে ইজারাদারের দু লাখ টাকা জরিমানা ও ড্রেজার মেশিন জদ্ধ করেছে । বৃহস্পতিবার বিকেলে মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মো: আবু হানিফ এ অভিযান পরিচালনা করেন । উপজেলা নির্বাহী অফিসার মো: আবু হাসান বলেন জন স্বার্থে অভিযানে গিয়ে দেখা যায় সেখানে ড্রেজার মেশিন দিয়ে বালু তোলা হচ্ছে । এতে নদীর বেশ কিছু এলাকায় ভাঙ্গন দেখা দেয় । নির্ধারিত ওই মৌজা ইজারাদারের  লীজের বাইরে থাকায় জরিমানা করা হয় বলে তিনি জানান ।

তবে এ ঘটনা কে সম্পুর্ন বে আইনী দাবী করেছেন মহাদেবপুর আত্রাই নদীর বালু মহাল লীজ নেওয়া ইজারাদার মো: মোয়াজ্জেম হোসেন । তিনি বলেন   চলতি বছরের যে বালু মহাল লীজ দেওয়া হয়েছে সেখানে ভাটি অংশের মান্দার সীমানা পর্যন্ত উল্লেখ করা হয়েছে । তা ছাড়া তংকা শিবপুর মৌজা লীজে উল্লেখ করা হয়েছে । প্রায় ১ কোটি ৭৫ লাখ টাকা দিয়ে নেওয়া এ বালু মহাল যে সব জায়গায় বালু রয়েছে সেখান থেকে বালু তোলার অধিকার রাখে ইজারাদার । আর যে জায়গা টিতে মোবাইল কোর্ট দেওয়া হয়েছে সেটি নদীর জেগে উঠা চর ।

এ চর কে ব্যাক্তিগত দাবী করে যারা বালু তুলতে বাঁধা দিচ্ছে তারাও না বুঝে এ কাজ টি করছে । তিনি দাবী করেন বিগত দিনে জামায়াত বিএনপির কিছু লোকজন সরকার কে ফাঁকি দিয়ে এসব পয়েন্ট থেকে বালু তুলে কারবার করে ।  এসব প্রতারণা বন্ধ করে লীজের মাধ্যমে নদীর নাব্যতা ফিরানোর ছাড়াও সরকারের ঘরে কোটি টাকা রাজস্ব যাচ্ছে । উপজেলা প্রশাসনের এ কার্যক্রমের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানান ইজারাদার মোয়াজ্জেম হোসেন ।