বেসরকারী উন্নয়ন সংস্থা বন্ধু মিতালী ফাউন্ডেশনের ১৪ তম বর্ষ পুর্তি উৎযাপন করা হয়েছে । ৩ দিন ব্যাপী বর্ষ পুর্তির প্রথম দিন মাদক ও জঙ্গীবাদ বিরোধী সমাবেশ করেছে সংগঠন টি । শহরের জগত সিংহ পুর এলাকায় আড়ম্বর পুর্ন অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হারুন অল রশীদ, অধ্যাপক শরিফুল ইসলাম, সাংবাদিক এম আর রকি, পৌর প্যানেল মেয়র সারোয়ার তামজিদ সম্রাট, বন্ধু মিতালী ফাউন্ডেশনের চেয়ারম্যান মামুনুর রহমান, নির্বাহী প্রধান নাজিম উদ্দিন (তনু) প্রতিষ্টাতা সভাপতি নজরুল ইসলাম, প্রমুখ ।
অনুষ্টানে সংস্থার প্রায় ৭শ কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন । প্রধান অতিথি তার বক্তব্য বলেন, বন্ধু মিতালী ফাউন্ডেশন শুরু থেকেই সমাজের জন্য কাজ করে যাচ্ছে ।
আগামীতে আরো বেশি আর্থ- সামাজিক উন্নয়নে কাজ করার আশা প্রকাশ করেন তিনি । বীর মুক্তি যোদ্ধা কমান্ডার হারুন অল রশীদ সংস্থার ভুয়শী প্রশংসা করে বলেন, প্রথম থেকেই মানবিক দায় থেকে বন্ধু মিতালী ফাউন্ডেশন তৃনমুল মানুষের কল্যানে কাজ করার কারণে মানুষের আস্থা তৈরি করেছে সংস্থা টি ।
বন্ধু মিতালী ফাউন্ডেশনের নির্বাহী প্রধান নাজিম উদ্দিন বলেন, বন্ধু মিতালী ফাউন্ডেশন সরকারের ভিশন পুরণে সারথী হয়ে কাজ করছে । আগামীতে আরো বেশি সেবা মানুষের কাছে পৌছে দেওয়ার অঙ্গীকার করেন তিনি ।