বিএনপির পক্ষ থেকে ১০ ডিসেম্বরের সমাবেশের স্থান নয়াপল্টনের পরিবর্তে আরামবাগ সড়কে করার যে প্রস্তাব দেয়া হয়েছিল, সেটাও নাকচ করে দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে মতিঝিল বিভাগের ডিসি হাইয়াতুল ইসলাম খান সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার বিএনপির প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি ডিএমপি কর্মকর্তাদের সঙ্গে দেখা করে আরামবাগ সড়কে সমাবেশ করার মৌখিক প্রস্তাব দিলে সেটি নাকচ করে দেয় ডিএমপি।
হাইয়াতুল ইসলাম বলেন, ডিএমপির পক্ষ থেকে আবারও সোহরাওয়ার্দী উদ্যানের প্রস্তাব দেয়া হয়। আর যদি সোহরাওয়ার্দী উদ্যান স্বস্তিকর করতে বিএনপির কোনো সুপারিশ থাকে তাহলে তা বাস্তবায়ন করারও আশ্বাস দিয়েছে ডিএমপি।
এর আগে, রোববার (৪ ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক শেষে দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম জানান, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নয়, পল্টনেই হবে গণসমাবেশ।
বিএনপির আরেক নেতা আমানউল্লাহ আমান বলেন, ‘কোনো বিশৃঙ্খলা নয়, ১০ ডিসেম্বর শান্তিপূর্ণ গণসমাবেশ করবে বিএনপি।’
তিনি বলেন, তবে বিকল্প ভেন্যু নিয়ে আলোচনার সুযোগ আছে। পুলিশের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা ও বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বিকল্প ভেন্যু নিয়ে বৈঠকে বসবেন।