“দুর্ঘটনা -দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি”‘ -এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় নওগাঁর পত্নীতলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ এর উদ্বোধন করা হয়েছে ।
১৫ নভেম্বর হতে ১৭ নভেম্বর পর্যন্ত চলবে। ফায়ার সার্ভিস ষ্টেশন চত্বরে সপ্তাহের উদ্বোধন ঘোষণা করেন, প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফ্ফার।
পত্নীতলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের আয়োজনে ওয়্যারহাউজ ইন্সপেক্টর রায়হান ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আফরোজ, ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ। পতাকা উত্তোলন, প্যারেড পরিদর্শন এবং আলোচনা শেষে সাধারণ মানুষের মাঝে ফায়ার সার্ভিস ডিফেন্স এর কর্মীরা সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।