মঙ্গলবার (২৫ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম পুরনোমহানগরীর কোতোয়ালী থানা এলাকা রেলওয়ে স্টেশন সংলগ্ন গ্রামীণ মাঠ থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে পাঁচটি ধারালো ছোরা উদ্ধার করা হয়।
গ্রেফতাররা হলেন, জয় বড়ুয়া (২১), মো. সোহেল (২৪), মো. জুনায়েদ (২৩), মো. বাচ্চু ওরফে বুলেট (৩৪), শহিদ হাওলাদার (৩৪), মো. রাসেল (২৪), মো. জাকির (২৯) এবং মনির হোসেন (১৯)।
তাদের মধ্যে জয় বড়ুয়ার বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে ১০টি মামলা, সোহেলের বিরুদ্ধে ৩টি, বুলেটের বিরুদ্ধে ডাকাতি ও চুরির দুটি, শহিদ হাওলাদারের বিরুদ্ধে ডাকাতির একটি এবং রাসেলের বিরুদ্ধে ডাকাতি ও দ্রুত বিচার আইনের দুটি মামলা আদালতে বিচারাধীন বলে পুলিশ জানিয়েছে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, পুরনো রেল স্টেশনের গ্রামীণ মাঠের শৌচাগারের পাশে রোববার রাত ১১টার দিকে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে আটজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের অনেকের বিরুদ্ধে ডাকাতির একাধিক মামলা রয়েছে। এ ঘটনার বিষয়েও নতুন আরেকটি মামলা হয়েছে।