স্টাফ রিপোর্টার:অনেক বেকার যুবক মোটরসাইকেলকে জীবিকা অর্জনের বাহন হিসেবে বেছে নিয়েছেন।পাহাড়ে মোটরসাইকেল চালিয়ে সে আয় থেকে সংসার চালাচ্ছেন তারা।
বান্দরবান পৌর এলাকা বালাঘাটার কিছু বেকার যুবক মোটরসাইকেলচালক সমবায় সমিতি গঠন করে পাহাড়ের বিভিন্ন এলাকায় যাত্রীদের পৌঁছে দিচ্ছেন। এ সমিতির অন্তর্ভূক্ত ১২০টি মোটরসাইকেল আছে।তবে পেট্রোল ও অকটেনের দাম বৃদ্ধির পর থেকে ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে পোষাতে পারছেন না বলে জানিয়েছেন মোটরসাইকেলচালকরা।
মোটরসাইকেলে সিএনজি ও অটোরিকশার চেয়ে ভাড়া কম। দ্রুত সময়ের মধ্যে কম ভাড়ায় গন্তব্যে পৌঁছাতে পারেন যাত্রীরা।
চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভাড়ায়চালিত মোটরসাইকেল চালিয়ে তাদের সীমিত আয় হয়। এটা দিয়ে চলে তাদের সংসার। তবে মোটরসাইকেল চালাতে গিয়ে নানা সমস্যায় পড়তে হচ্ছে। হেলমেট ও ড্রাইভিং লাইসেন্সসহ কাগজপত্র ঠিক থাকলেও ট্রাফিক পুলিশের হাতে প্রায় হয়রানির শিকার হতে হয়। তাদের দাবি, আমরা ছোটখাটো এসব কাজ করে পেট চালিয়ে থাকি। ট্রাফিক পুলিশ যদি আমাদের এভাবে হয়রানি করেন, আমরা কীভাবে চলব? আমাদের পরিবারের সদস্যরা না খেয়ে থাকবে।
বালাঘাটা মোটরসাইকেলচালক সমিতির সভাপতি ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এইচ এম হাকিম চৌধুরী বলেন, বালাঘাটা এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে মোটরসাইকেল সমিতি চালু করেছি। এ সমিতিতে ১২০ জন মোটরসাইকেলচালক অন্তর্ভুক্ত আছে। তারা মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করছে। প্রশাসনিকভাবে তাদের দিকে একটু সুদৃষ্টি দিলে তাদের বেকারত্বের সমস্যা সমাধানের পাশাপাশি এলাকাবাসীও উপকৃত হবেন।