বিনোদন ডেক্সঃ তারকাখ্যাতির আগের চ্যাপ্টারে নেই গল্পের শেষ। খ্যাতির পর গণমাধ্যমে অগুনতি আহ্লাদ উঠে এলেও অজানা থেকে যায় শুরুর দিকের ‘যুদ্ধ’গুলোর কথা।
রাধিকা আপতে সম্প্রতি জানালেন নিজের ক্যারিয়ারের তেমনই এক অসহনীয় শুরুর কথা। বললেন, শরীরের গঠন বদলানোর জন্য একাধিকবার চাপ দেওয়া হয়েছিল তাকে।
বলিউড হাঙ্গামার খবরে প্রকাশ ফিল্ম কমপানিয়ন নামের একটি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে হালের কিছুটা ‘অন্যরকম’ এ অভিনেত্রী জানালেন, তাকে প্রথমে নাকে প্লাস্টিক সার্জারি করতে বলেছিলেন জনৈক পরিচালক। ‘আমি তখন নতুন ছিলাম। তাই এমন আবদারে বেশ চাপ বোধ করেছিলাম।
দ্বিতীয় সাক্ষাতেই কিনা আমাকে বলা হলো, আমাকে স্তনের আকার বাড়াতে হবে। এখানেই শেষ নয়। তারা আমার পা আর চোয়ালের পেছনেও লাগলো।’ রাধিকা জানালেন, সেই পরিচালক কিংবা প্রযোজক মহল তাকে বোটক্স ইনজেকশন ব্যবহারের চাপ দিয়েছিলেন।
রাধিকা বললেন, ‘আমি ঠিক করলাম ওসব ইনজেকশনের ধারেকাছেও যাব না। এমনিতেই আমার চুলে রঙ বদলাতে ৩০ বছর লেগেছে। আমি বিরক্ত হতে লাগলাম এবং এতে করে যা হলো, আমি আমার শরীরটাকে আরও বেশি ভালোবাসতে শুরু করলাম।’
আগামী ২৪ জুন ওটিটি জি-ফাইভে আসছে রাধিকার নতুন ছবি ‘ফরেনসিক’। মালায়ালাম ছবির রিমেক এটি। মনস্তাত্ত্বিক এ থ্রিলারে রাধিকাকে দেখা যাবে মেঘা শর্মা নামের এক পুলিশ অফিসারের ভূমিকায়।