ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নওগাঁর রানী নগরে এইচএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার, নওগাঁঃ  নওগাঁর রাণীনগর থেকে একটি ঝুলন্ত মরদেহ উদ্ধার করছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার কালীগ্রাম খন্দকারপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে তার নাম সিহাব মৃধা (২০)। সিহাব মৃধা কালীগ্রাম খন্দকারপাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে ও চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী।

নিহতের পরিবারের বরাত দিয়ে রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ ঢাকাপ্রকাশকে জানান, বুধবার রাতের খাবার খেয়ে আনুমানিক ৮টার দিকে পড়াশোনার জন্য নিজের শয়নঘরে যায় সিহাব মৃধা। বৃহস্পতিবার সকালে তার ছোট ভাই সিহাবকে ডাকতে গেলে দরজা বন্ধ পায়। পরে তার পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙে দেখতে পায় ঘরের আড়ার সঙ্গে ঝুলছে সিহাবের মৃতদেহ। তার গলায় বেল্ট পেঁচানো ছিল। এরপর পরিবারের লোকজন ও স্থানীয়রা পুলিশে খবর দেন।

ওসি শাহিন আকন্দ জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৃহস্পতিবার সিহাবের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ওসি আরও জানান, এ ঘটনায় রাণীনগর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ট্যাগস

নওগাঁর রানী নগরে এইচএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৬:৩৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১

স্টাফ রিপোর্টার, নওগাঁঃ  নওগাঁর রাণীনগর থেকে একটি ঝুলন্ত মরদেহ উদ্ধার করছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার কালীগ্রাম খন্দকারপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে তার নাম সিহাব মৃধা (২০)। সিহাব মৃধা কালীগ্রাম খন্দকারপাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে ও চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী।

নিহতের পরিবারের বরাত দিয়ে রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ ঢাকাপ্রকাশকে জানান, বুধবার রাতের খাবার খেয়ে আনুমানিক ৮টার দিকে পড়াশোনার জন্য নিজের শয়নঘরে যায় সিহাব মৃধা। বৃহস্পতিবার সকালে তার ছোট ভাই সিহাবকে ডাকতে গেলে দরজা বন্ধ পায়। পরে তার পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙে দেখতে পায় ঘরের আড়ার সঙ্গে ঝুলছে সিহাবের মৃতদেহ। তার গলায় বেল্ট পেঁচানো ছিল। এরপর পরিবারের লোকজন ও স্থানীয়রা পুলিশে খবর দেন।

ওসি শাহিন আকন্দ জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৃহস্পতিবার সিহাবের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ওসি আরও জানান, এ ঘটনায় রাণীনগর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।