স্টাফ রিপোর্টার নওগাঁ:অগ্নিকান্ড থেকে জীবন ও সম্পদ রক্ষায় নওগাঁর পাহাড় পুর বৌদ্ধ বিহারে অনুষ্টিত হলো পুলিশ ও দমকল বাহিনীর বিশেষ মহড়া । দেশ বিদেশ থেকে আসা দর্শনার্থীদের সু রক্ষার পাশাপাশী আপদ কালীণ দুর্যোগ মোকাবিলায় স্থানীয় কর্মকর্তাদের দেওয়া হয় বিশেষ প্রশিক্ষন । কৌশল আর সচেতনায় অগ্নিকান্ডে প্রাণহাণী এড়ানো ছাড়া দুর্র্ঘটনা রোধে এ আয়োজন বলছেন আয়োজকরা ।
ভেতরে অগ্নিকান্ডের ধোঁয়ায় আচ্ছন্ন পরিবেশ । রুদ্ধশ্বাস এ পরিবেশ থেকে জীবন বাঁচাতে আতংকিত নারী পুরুষের ছুটো ছুটি । এদিকে খবর পেয়ে দ্রত সাইরেন বাজিয়ে এগিয়ে আসে দমকল ও পুলিশের সদস্যরা । অগ্নিকান্ডে আহতদের উদ্ধার করে নেয়ার চেষ্টা চিকিৎসা কেন্দ্রে । শীত কালে দেশের দর্শনীয় জায়গা গুলোতে বাড়ে দর্শনার্থীদের সমাগম । আর এসব জায়গায় আকষ্মিক অগ্নিকান্ডে দর্শনার্থীদের জীবন রক্ষায় নেই তেমন ব্যবস্থা । এ অবস্থায় নওগাঁর ঐতিহাসিক পাহাড় পুর বৌদ্ধ বিহারে আপদ কালীণ এ দুর্যোগ মোকাবিলায় মঙগলবার অনুষ্টিত হলো দর্শনাার্থদের নিরাপত্তা দিতে দমকল ও পুলিশের বিশেষ মহড়া । মহড়া টি ফুটিয়ে তোলা হয় দুর্যোগ কালীণ সময়ের বাস্থবতাকে । এ মহড়ায় তুলে ধরা হয় কিছু কৌশল আর বুদ্ধিমত্তায় আগুন নিয়ন্ত্রনে আনা সহ দ্রত অগ্নিকান্ডে নিজের সু রক্ষা নিশ্চিত করা ।
পাহাড় পুর বৌদ্ধ বিহার তত্বাবধায়ক মো: ফজলুল করিম আরজু বলেন, দর্শনার্থীদের নিরাপত্তা দেওয়ার জন্য পাহাড় পুর বিহারে রয়েছে নিরাপত্তা । আপদ কালীণ যে কোন পরিস্থিতিতে ট্যুরিষ্টদের নিরাপদ করতে তাদের দেওয়া হয় প্রশিক্ষন ।
দমকল বাহিনীর সাথে ছিলেন ট্যুরিষ্ট পুলিশ । পাহাড়পুর সাবজোন ট্যুারিষ্ট পুলিশের ওসি সাজেদুর রহমান বলেন, দেশ ও বিদেশ থেকে আসা অগনিত দর্শনার্থীদের জন্য সব ধরণের সু রক্ষায় যৌথ এ মহড়া ইতিবাচক ভুমিকা রাখবে ।
পত্নীতলা ফায়ার সার্ভিস ইনচার্জ মো: রায়হান আলী এ প্রশিক্ষন মহড়া পরিচালনা করেন । তিনি বলেন, আমরা আসছে গ্রীষ্ম ও শীত কালে বাড়তি নজরদারী রেখে কাজ করছি ।
সু রক্ষার প্রস্ততি ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার এমন প্রস্ততি দেখে ঘুরতে আসা দর্শনার্থীরা সন্তোস প্রকাশ করেন । দেশ বিদেশের প্রায় ৬ লাখ দর্শনার্থী প্রতি বছর পাল আমলের অনন্য নিদর্শন পাহাড় পুর বৌদ্ধ ঘুরতে আসেন বলে জানায়, পাহাড় পুর কর্তৃপক্ষ