নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ ভুয়া চিকিৎসককে জরিমানা করা হয়েছে। রোববার (২১ নভেম্বর) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়।
নওগাঁ জেলা প্রশাসক কার্যা লয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসতাহসিন তাসমিম রহমান অনিক এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় উপস্থিত ছিলেন র্যা ব-৫ জয়পুরহাট ক্যাম্প কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার তৌকির এবং নওগাঁর সিভিল সার্জন কার্যা লয় মেডিসিন অফিসার ডাক্তার আশিক কুমার।
সোমবার (২২ নভেম্বর) দুপুরে র্যা ব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অপরাধে পাঁচ ভুয়া চিকিৎসককে জরিমানা করা হয়েছে। অভিযানে উপজেলা সদরের হাসপাতাল এলাকার আনিছার রহমান (৫২) ও কুঞ্জবন এলাকার সামসুল আলমকে (৬৪) ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। একই এলাকার মকবুল হোসেন বকুলকে (৫০) ১৫ হাজার টাকা, ফারুক হোসেন মৃধাকে (৪৩) পাঁচ হাজার এবং লিচুবাগান এলাকার বেদারুল ইসলামকে (৪৯) তিন হাজার টাকা জরিমানা করা হয়।
র্যাবের এ অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।