ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নওগাঁর মান্দায় নির্বাচনী সহিংসতায় দুই পক্ষের সংঘর্ষ; গ্রাম পুলিশসহ আহত- ৮

স্টাফ রিপোর্টার, নওগাঁ প্রতিনিধিঃ  নওগাঁর মান্দায় ৫ নং গণেশপুর ইউ’পি নির্বাচনী সহিংসতায় দুই পক্ষের সংঘর্ষে এক গ্রাম পুলিশসহ ৮  জন আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার সতিহাট বাজারে

এ ঘটনার জেরে দফায়-দফায় ধাওয়া পাল্টা ধাওয়াসহ ন্যায় বিচারের দাবিতে সড়ক অবরোধ করে রাখে  উভয় পক্ষের লোকজন। পরে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, এদিন বিকেল সাড়ে ৫ টার দিকে আনারস প্রতীকের সতন্ত্র  চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক  চেয়ারম্যান বাবুল চৌধুরীর সমর্থক আলহাজ্ব কছির উদ্দিন চৌধুরী হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসার মৌলভী

মাওঃ সাইফুল ইসলাম শান্ত সতিহাট আলেপের কাপড়ের দোকানে অবস্থান করছিলেন।  এসময় আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী এবং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হানিফ উদ্দিন মন্ডলের মিছিল বেরিয়ে সতিহাট বাজারের মধ্যে আসে।  ওইসময় মাওঃ সাইফুল ইসলামের উপর অতর্কিত হামলা চালানো হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষ এবং হানিফ চেয়ারম্যানের  নির্বাচনী অফিস  ভাংচুরের ঘটনাটি ঘটে।

আহতরা হলেন, শ্রীরামপুর গ্রামের আব্দুস সালামের ছেলে মাওঃ সাইফুল ইসলাম শান্ত (৪০), গণেশপুর গ্রামের প্রয়াত  বীরমুক্তিযোদ্ধা নাসির উদ্দিনের ছেলে রানা (৩৮), ইসাহাক আলী চৌধুরীর ছেলে সাহাদত হোসেন বাবু (৩৫), সাদেকের ছেলে হেলাল (৪০), মোস্তাকিম পিতা অজ্ঞাত, গনেশপুর গ্রামের মোকলেছুর রহমান মোল্লার ছেলে জাহাঙ্গীর আলম (৩৮),আব্দুল হামিদের ছেলে আলম(২৮), এবং সৈয়দপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে গ্রাম পুলিশ আমিনুল ইসলাম (৩৩)।

আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নওগাঁ সদর হাসপাতাল এবং গুরুতর আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ ওসি শাহিনুর রহমান বলেন,  খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।  আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছিলো।

ট্যাগস

নওগাঁর মান্দায় নির্বাচনী সহিংসতায় দুই পক্ষের সংঘর্ষ; গ্রাম পুলিশসহ আহত- ৮

আপডেট সময় ১২:০৮:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১

স্টাফ রিপোর্টার, নওগাঁ প্রতিনিধিঃ  নওগাঁর মান্দায় ৫ নং গণেশপুর ইউ’পি নির্বাচনী সহিংসতায় দুই পক্ষের সংঘর্ষে এক গ্রাম পুলিশসহ ৮  জন আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার সতিহাট বাজারে

এ ঘটনার জেরে দফায়-দফায় ধাওয়া পাল্টা ধাওয়াসহ ন্যায় বিচারের দাবিতে সড়ক অবরোধ করে রাখে  উভয় পক্ষের লোকজন। পরে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, এদিন বিকেল সাড়ে ৫ টার দিকে আনারস প্রতীকের সতন্ত্র  চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক  চেয়ারম্যান বাবুল চৌধুরীর সমর্থক আলহাজ্ব কছির উদ্দিন চৌধুরী হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসার মৌলভী

মাওঃ সাইফুল ইসলাম শান্ত সতিহাট আলেপের কাপড়ের দোকানে অবস্থান করছিলেন।  এসময় আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী এবং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হানিফ উদ্দিন মন্ডলের মিছিল বেরিয়ে সতিহাট বাজারের মধ্যে আসে।  ওইসময় মাওঃ সাইফুল ইসলামের উপর অতর্কিত হামলা চালানো হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষ এবং হানিফ চেয়ারম্যানের  নির্বাচনী অফিস  ভাংচুরের ঘটনাটি ঘটে।

আহতরা হলেন, শ্রীরামপুর গ্রামের আব্দুস সালামের ছেলে মাওঃ সাইফুল ইসলাম শান্ত (৪০), গণেশপুর গ্রামের প্রয়াত  বীরমুক্তিযোদ্ধা নাসির উদ্দিনের ছেলে রানা (৩৮), ইসাহাক আলী চৌধুরীর ছেলে সাহাদত হোসেন বাবু (৩৫), সাদেকের ছেলে হেলাল (৪০), মোস্তাকিম পিতা অজ্ঞাত, গনেশপুর গ্রামের মোকলেছুর রহমান মোল্লার ছেলে জাহাঙ্গীর আলম (৩৮),আব্দুল হামিদের ছেলে আলম(২৮), এবং সৈয়দপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে গ্রাম পুলিশ আমিনুল ইসলাম (৩৩)।

আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নওগাঁ সদর হাসপাতাল এবং গুরুতর আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ ওসি শাহিনুর রহমান বলেন,  খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।  আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছিলো।