স্টাফ রিপোর্টার: দেশের স্বার্থে , উন্নয়নের স্বার্থে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে বলে মন্ত্য করেছেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর।
তিনি শুক্রবার (৫ নভেম্বর) দাউদকান্দি উত্তর ইউনিয়ন, মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়ন, গোবিন্দপুর ইউনিয়নে পৃথকভাবে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের পক্ষে প্রচারণা চালান। প্রচারণার সময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।
দেশের চলমান উন্নয়নকে এগিয়ে নিতে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, দেশের স্বার্থে , উন্নয়নের স্বার্থে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে সবাই একসঙ্গে কাজ করতে হবে। সব নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করলে অপশক্তির বিরুদ্ধে আওয়ামী লীগ প্রার্থীর জয় নিশ্চিত।
এসময় পৃথক প্রচারণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন শিশির, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন সিকদার, মেঘনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল আলম, সাধারণ সম্পাদক রতন সিকদার, মেঘনা উপজেলা সাবেক চেয়ারম্যান আবদুস সালাম, মেঘনা উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল আল বাকি শামীম, যুগ্ম আহ্বায়ক আমান উল্লাহ আমান প্রমুখ।