নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সদর হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের (রিপ্রেজেন্টেটিভ) দ্বারা সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় হাসপাতাল চত্বরে মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এ কর্মসূচি পালন করে।
সংগঠনের জেলা সভাপতি মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে কর্মসূচিতে সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বেলাল, সহ-সভাপতি খোরশেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক একে সাজু ও আব্বাস আলী এবং জেলা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন বক্তব্য রাখেন।
মানববন্ধন শেষে হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মুক্তার হোসেনের মতবিনিময় করেন সাংবাদিকরা। এসময় তিনি বলেন, হাসপাতালে সচেতনতামূলক বিভিন্ন লিফলেট বিতরণ ও দেয়ালে সাঁটানো হয়েছে। লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
এর আগে গত ২৮ অক্টোবর (শুক্রবার) তথ্য সংগ্রহ করতে গিয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের হাতে লাঞ্ছিত হন বৈশাখী টেলিভিশনের নওগাঁ সংবাদদাতা এবাদুল হক এবং দৈনিক বণিক বার্তার নওগাঁ প্রতিনিধি আরমান হোসেন রুমন।